আমাদের কথা খুঁজে নিন

   

ছায়াছবি ব্ল্যাক অর্ফিউস

পরে

গ্রিক মিথ চরিত্র অর্ফিয়ুস গানবাজনার জন্য বিখ্যাত। '‌ব্ল্যাক অর্ফিউস' ছবির অর্ফিউসও গানবাজনায় পটু, তবে সে পঞ্চাশের দশকে ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোর ফাভেলা এলাকার ট্রেনের একজন টিকেটচেকার। গ্রিক পুরাণের অর্ফিউসের মতো তারও প্রেম হয় ইউরিডাইসের সঙ্গে। ইউরিডাইস তার প্রতিবেশিনীর বাড়িতে গ্রাম থেকে পালিয়ে আসা এক অচেনা মেয়ে। এলাকার পোলাপানের ধারণা, অর্ফিউস গিটার বাজিয়ে গান গেয়ে সূর্য ওঠাতে পারে।

অর্ফিউসের মৃত্যুর পর তার এই পরাক্রম পোলাপাইনের মধ্যেও প্রবাহিত হয়। ছবির শেষ দৃশ্যে দেখা যায় যে এক নতুন অর্ফিউস গিটার বাজায়ে এই ঘটনা ঘটাচ্ছে। ...পুরো ছবিতে কস্টিউম নিয়ে পরিচালক রীতিমত খেলাধুলা করেছেন। মিথের অর্ফিউসের পোশাক গায়ে ব্ল্যাক অর্ফিউস রিও ডি জেনিরোর দপ্তরে দপ্তরে ইউরিডাইসের শুলুক সন্ধান করছে--এই দৃশ্য দেখছি অথচ চোখে একবারও খটকা লাগছে না। উৎসব উপলক্ষে মানুষ তো উদ্ভট পোশাক পড়বেই--এই কার্যকারণ দর্শককে একই সঙ্গে বুঝ দেয়, মজাও দেয়।

...মিথিক্যাল একটা ঘটনাকে আরেকটা সময়ের প্রেক্ষিতে স্থাপন করে সেই সময়ের পাত্রপাত্রীদের মধ্যে মিথিক্যাল চরিত্রগুলোর বৈশিষ্টাবলি জাগিয়ে তুলে কী একটা ব্যাপারই না ঘনিয়ে তোলা হয়েছে এই ছবিতে। ব্রাজিলের সাংবাৎসরিক 'ক্যানাভালে'র (সাম্বা উৎসব) আবহে তৈরি ফ্রেঞ্চ চলচ্চিত্রকার মার্শেল কাম্যুর (বানান গড়বড় হতে পারে) এই ছবিতে অনেকগুলো জোশ ডায়ালগ আছে। তাদের মধ্যে একটা মনে করতে পারছি : 'হ্যাপিনেস অব দ্য পুওর ইজ লাইক দ্য ইল্যুশন অব আ কার্নিভাল। '

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.