আমাদের কথা খুঁজে নিন

   

অমরত্বের ছুটি....



যতগুলো পূর্ণিমার চাঁদ আলো দেবে আমাদের জীবদ্দশায়- সবগুলোর সত্ব আমি তোমাকে দিয়েছি... বিনিময়ে প্রার্থণা করেছি আমরা যেন আমরণ আমাদের হয়ে থাকি.....। ভরা জোছনায় মাঝে মাঝে তোমাকে কাঁদতে দেখেছি, বর্ষার বৃষ্টি গালে মেখে তোমাকে হারাতে দেখেছি মেঘেদের অস্হিরতায়, আমার তাই প্রবল চেষ্টা ছিল মেঘেদের মত, বর্ষার মত তোমাকে ছুয়ে থাকার। আমি কখনই অমরত্ব চাইনি; শুধু তোমার কারণে মেঘেদের বলেছি এই বৃষ্টির শব্দ যেন শেষ না হয়.....। আমাকে উপেক্ষা করেনি কেউ; আকাশ ফেড়ে বৃষ্টি হয়- কোন এক জোছনার রাতে তুমি আসবে ভেবেই আমি চাঁদকে ছুটি দিই- আমি বেঁচে থাকি; অমরত্ব চাইনা -শুধু তোমাকে ফিরে পেতে চাই......।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।