আমাদের কথা খুঁজে নিন

   

কি আজিব!!!

দেশে এখন গৃহযুদ্ধ লাগে লাগে প্রায়। সাইবার ওয়ার যেকোন মুহুর্তে রিয়েল ওয়ারে রূপ নিবে। এর জন্য দায়ী থাকবে কিছু ছাগল আর কিছু ছাগলের কসাই! মুশফিকদের সেঞ্চুরী থেকে শুরু করে ভিটামিন এ ক্যাপসুল অথবা পোলিও ক্যাম্পেইন অথবা কৃমিনাশক ঔষধ নিয়ে প্রাণঘাতী গুজবে সবাই খুঁজে পায় ভারত-পাকিস্তান গন্ধ, আস্তিক-নাস্তিক গন্ধ, ধর্মবিদ্বেষী-ধর্মান্ধ গন্ধ, শিবির-শাহবাগী গন্ধ... ঔষধ, সেটা যেখান থেকেই আনা হোক না কেন, তা' মেয়াদোত্তীর্ণ বা খারাপ কোয়ালিটির হতেই পারে। এর সাথে কোন দল/মতের যোগশাজস তো দেখি না!!!!! এটা তো আর খালেদা-নিজামীর বিয়ের গুজব না, এটা শিশুদের জীবন-মরণের গুজব-- মিথ্যা হলে তো মিথ্যা, কিন্তু সত্য হলে তাদের মৃত্যুর জন্য কে দায়ী হবে? ঔষধ সরবরাহকারী? ঔষধ প্রদানকারী? ঔষধ আমদানীকারক? ঔষধ প্রস্তুতকারক? শিশুর মাতা-পিতা? নাকি কিছু কসাই জাতীয় মানুষ যারা এই গুজবে চিন্তিত মানুষদের বিজ্ঞানবিমুখ ও গুজবমনস্ক মানুষ বলছে?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।