আমাদের কথা খুঁজে নিন

   

প্রায় গতিশীল হয়ে যাওয়া বড় ভাইয়ের সাথে কথপোকথনঃ

মেহরাব হাসান প্রায় গতিশীল হয়ে যাওয়া এক বন্ধু কাম বড় ভাইয়ের জীবনের লক্ষ্য শুনিয়া বিষ্মিত না হয়ে পারলাম না। বড় ভাই বলিতেছে সে নাটক দ্বারা প্রতিষ্ঠিত হবে যেখানে গণমানুষের কথা থাকবে। !!!! সামাজিক অসামাজি কাজ কারবার নাটকের মধ্য দিয়ে তুলিয়া ধরবে। বড় ভাইকে গণমানুষের কি কি কথা বলবেন বলতেই ক্ষেপিয়ে উঠে উত্তর দিলো - গণমানুষের কথা বুঝিস না ? এক লোক খেতে পারে না নুন আনতে পান্তা ফুড়োয়। এই ব্যাপার গুলো বুঝোস না ? বড় ভাইয়ের আবার গানের মেধা অসাধারন নাম কাম ভালোই কামা কামি করবে কিছুদিনের মধ্যে।

- তাইলে গানের কি হবে, গানে গণমানুষের কথা বলবেন না? বলতেই রেগে মেগে মারা মারির অবস্থা। - গান তো গান । আবেগ দিয়ে গাইতে হয়,ফিলিংস বুঝসোস ? - জি বুঝছি। - লোকে যা পছন্দ করে মানে তরুন রা প্রেম ভালবাসা বিরহ এইসব থাকবে। আর সব কিছু দিয়েই তো আর সোশাল ওয়ার্ক করা লাগবে এমন কি কথা।

ভাইজান আপনি যে বলতেছেন সব দিয়েই সোশাল ওয়ার্ক করতে হয় না, ভালো বলেছেন। গান গাইয়া নাম কামাবেন ইমেজ বাড়াবেন, নাটক বানাইয়া সেই ইমেজ বেঁচবেন। আজ নাটকে আছেন কাল সিনেমায় যাবেন সেখানে প্রথাগত গণমানুষের কথা বলবেন। নায়ক বস্তি থেকে বড়ো হয়ে বস্তিবাসীর উপকার করবে,নির্বাচনে খাড়াইবে। জিতে যাবে সিনেমা শেষ।

!!! শেষ কথা বলেই ফেলাই - নাটক করেন, গান গান , লেখা লেখি করেন, বিজ্ঞাপন বা সিনেমা যাই করেন এক মিডিয়ামে আপনার চরিত্র উদ্দেশ্য একরকম আরেক মিডিয়ামে গিয়ে আরেক রকম। এইডাতো ভাই চিটিংবাজি, বেঈমানী। ভাই আর যাই করেন মাইন্ড কইরেন না। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.