আমাদের কথা খুঁজে নিন

   

কাহিনীটা খূদ্র কিন্তু অদ্ভুত

আমি কেমনে তারে দেখি, তারই কাছে যাইতাম উইড়া- হইতাম যদি পাখি। । তার লাগিয়া পরান কাঁন্দে- জলে ভেজে আখি, কাছে পাইলে রাখতাম বুকে- করতাম মাখামাখি। । তার কারনে সব হারাইলাম- আর নাই কিছু বাকি, শায়খ বেধা পাখির মত- একা পড়ে থাকি।

। কেন এত পাষান সেযে- দেয় যে শুধুই

দেশে এখন খেলছে খেলা বিদু্ৎ । যায়না বরং মাঝে মাঝে আসে....... বিদুৎ বনাম জনগন আজ খেলছে সোনার দেশে । বিদুৎতো খেলছে আবার যোগ দিয়েছে স্যাস বিদুৎ খেলা,গ্যাস খেলা জমবে এবার বেশ । বিদুৎ পেটায়চার ছক্ষা আর গ্যাসও খেলে ভাল ।

সেঞ্চুরীটা করবে তারা সুযোগ যখন পেল । । । কম-বেশী সবার জানা কালের প্রেক্ষাপট ওয়াসাও খেলছে খেলা বাড়ছে পানি সংকট । কোটি টাকার খেলছে খেলা সিটি কপোরেশন উৎপাত মশর বেরেই চলল আর হয়েছে নিধন ।

সোনার বাংলা জনগনের কপালটাই মন্দ আল্লাহ জানে এমন খেলার কবে হবে বন্ধ । প্রায় সরকারের আমলই ভাই দেখছ এ যাবত ভাবছ কি ভাই বাংলাদেশের অদূর ভবিষ্যত ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.