আমাদের কথা খুঁজে নিন

   

"জাগরণ" ক্যাম্পেইন এর কাহিনীটা কি ? বুঝায়া কন । স্পন্সর খালি চেন্জ হয় ক্যান ??

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

"জাগরণ" ক্যাম্পেইন এর কাহিনীটা কি ? বুঝায়া কন । নইলে পিঠ বাচাতে পারুম না , স্পন্সর খালি চেন্জ হয় ক্যান ?? শেষে কোন বিপদে পড়ি, পাবলিক তো হাড় গোড়া রাখব না ত্রাণের ভান্ডার লোটার অভিযোগে । এ পর্যন্ত বহুত লোকজনের দাড়া এসএমএস পাঠাইছি ।

চাইয়া লইছি ২.৩০ টাকা , কিন্তু পাবলিক হালায় খুব খারাপ , ২.৩০ জন্য ৩০ টাকার প্যাচাল , কাহিনী কি ? ক্যামনে কি ? এসএমএস করলে কয় টাকা কাটব , বাকি ট্যাকা কেটা দিব, কিভাবে দিব , কই দিব ইত্যাদি ইত্যাদি । অনেক কতা কইয়্যা বুইয্যাছি , ৩০টাকার প্যাচাল আবার কোন কো ক্ষেত্রে লগে ৪ টার বেনসন ফাও খাওইয়া এএমএস করাই কিন্তু মাগার এহন তো নিজেরই কেমুন প্যাচ লাগে । কাহিনীটা কি ?? একটু কাইশ্যা কন তো !!! প্রথমে তো ছিল ওরিয়েন্ট ব্রেড এর নাম, তারপর দেখলাম কজমো , তারপর আবার আইলো আমরা বন্ধু এহন দেহি আবার আইছে এ্যাডকম , একটু কাহিনী পাবলিকরে বুঝায়া কন তো !! এরা সবাই কয় টাকা আসলে দিছে , কয় টাকা দিব ?? না দিলেও কন কেমনে ট্যাকা আনতে হয় হেইট্যা পোলপাইন জানে !! যদি খোলাশা কইরা কইতেন তালে ভালা হইত । কারণ এএমএস কিন্তু আরো মেলা করন যাইব, ইউনিভার্সিটিতে থনই আরো হাজার দুই এসএমএস আইব । তার আগে আমারে একটু বুঝায়া কন স্পন্সর চেন্জ হয় ক্যা , আমাগো কয় ট্যাকা সেভ দ্যা চিলড্রেন এ আসলে জমা হইছে , না হইবো ।

নাইলে খুব ডরে আছি , শ্যাষে.................

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।