আমাদের কথা খুঁজে নিন

   

একটু উঁকি মারবেন মনে হয়

কি যে লিখি ছাই মাথা ও মুন্ডু আমিই কি বুঝি তার কিছু

আমার একটা বদ অভ্যাস আছে জানি না এটাকে বদ না ভালো বলবো কারন আমার স্যার এটাকে খারাপ বলেন না তাই... সামাজিক যোগাযোগের সুবিধা নিয়ে চালু হয়েছে দেশীয় ওয়েবসাইট মাইলিমিক্স। http://www.mylemex.com ঠিকানার এ ওয়েবসাইটে বন্ধু খোঁজা, তাত্ক্ষণিক বার্তা আদান-প্রদান (চ্যাট) করা, গ্রুপ তৈরির মাধ্যমে অডিও, ভিডিও এবং যেকোনো ফাইল শেয়ার করা যাবে। এতে বিনামূল্যে সদস্য হয়ে ই-বুক এবং নামানো যাবে। এই বিজ্ঞপ্তি পড়ে সাইটিতে ডুঁ মেরে দেখতে গেলাম, প্রথমে আমি কল্পনা করতে পারি নাই বাংলাদেশের ছেলেরা এত ভালো কাজ করতে পারে। যে ই-বুক গুলো তারা তাদের সাইট এ দিয়েছে তা ছাত্রদের জন্য অনেক উপকারী। ফেসবুককে যেমন সবাই সাহায্য করে আজ ২ তে নিয়ে এসেছে আজ আসুন না আমরা সবাই তেমনভাবে এই সাইট এর সদস্য হয়ে, আমাদের বাংলাদেশের সাইটকে উপরে উঠিয়ে নেই। আসলে তাদের চেষ্টাটা আমাকে অনেক আবেগে আপ্লুত করেছে তাই এতো লিখে ফেললাম ভূল হলে ক্ষমা করবেন! সূত্রঃ প্রথম আলো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.