আমাদের কথা খুঁজে নিন

   

ডক্টর ডোম

ওলি

ডক্টর নুরেল রুবিনি (Nouriel Roubini) ডক্টর ডোম (Doctor Doom) নামেই সমধিক খ্যাত। ২০০৬ সালের ৭ সেপ্টেম্বরে আন্তজাতিক মুদ্রা তহবিলের একটি মিটিংয়ে ইস্রাফিলের সিংগা বাজানোর মতে করে তিনি আসন্ন মন্দার সংকেত দেন । তখন তার কথায় কেউ কান দেয়নি। বরং তার বক্তব্যের উত্তরে সঞ্চালকের কৌতুপদ্দীক মন্তব্যে শ্রোতারা সবাই হেসে উঠেন । নিউওর্য়ক বিশ্ববিদ্যালয়ের এই প্রফেসর আসন্ন ধ্বংশের বারতা দেন ২০০৬ সালে।

তার মতে শীঘ্রই গৃহায়ন সমস্যা প্রকট আকার ধারণ করবে, বাড়ির মালিকরা মর্গেজ পরিশোধ করতে পারবেনা, মর্গেজ-ভিত্তিক নিরাপত্তা ভেঙ্গে পড়বে যার ফলশ্রুতিতে বড় বড় কোম্পানিগুলো ধ্বসে পড়বে । ফেনি মো ( Fannie Mae ) এবং ফ্রেডি মেকের ( Freddie Mac) পতন তিনি আগেই ঘোষনা দিয়েছিলেন। ২০০৭ সালে তিনি যখন ফিরতি ভাষণ দিতে আন্তজাতিক মুদ্রা তহবিলের মিটিংয়ে আসেন, তখন সেখানকার মুড আলাদা। ২০০৬ সালে যখন তাকে খ্যাতির পাগল বলে আখ্যায়িত করা হচ্ছিল, পরের বছর তিনি প্রেরীত পূরুষের সম্মান পাচ্ছিলেন। ডক্টরের মতে মন্দা উত্তরণে সময় লাগবে প্রচুর।

তার মতে আমরা এখনও সংকটের মাঝামাঝি রয়েছি এবং সামনে আরো সমস্যা দেখা দেবে। মহমন্দার উদাহরণ টেনে তিনি বলেন ১৯২৯ থেকে ১৯৩৩ পযর্ন্ত সংকটের প্রথম পযর্ায় অতিক্রান্ত হওয়ার পর ১৯৩৭ থেকে ১৯৩৯ পযর্ন্ত নতুন করে দ্বিতীয়বরের মত অথর্নৈতিক মন্দার প্রাদুভর্াব ঘটে । ডক্টর ডোমরে জবানিতে ৬০-৭০ বছরের মধ্যে অথর্নীতির চরম ক্রান্তিকাল চলছে এখন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।