আমাদের কথা খুঁজে নিন

   

রোজনামচা

মিথ্যে এ স্বপ্ন আকা

কয়েকদিন ধরেই ক্লাসে যেতেই ইচ্ছা করছে না। এমনিই বি সি এস নিয়ে ব্যস্ত, তার উপর দাতে ব্যাথা। তবুও ক্লাস নিতে হবে হেড স্যরের কড়া নির্দেশ। ক্লাসে ঢুকেই একরাস কচি মুখের সম্ভাষন, মনটা হটাৎই ভালো হয়ে যায়। হোম ওয়ার্ক গুলো দেখতে দেখতে কবিতার লাইন গুলো আওড়াতে থাকি।

পিচ্চিগুলোও যন্ত্রচালিতের মত আমাকে ফলো করে। মাঝে মাঝে হাসিই লাগে, বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করে আজ প্রাইমারীর শিক্ষক। পিছনের বেন্চের পিচ্চি যেন অন্য কিছু নিয়ে ব্যস্ত । এই ছেলে কি কর? ওর চেহারা কাচুমাচু। কি লিখছো দেখি? পিচ্চি ছেলেটার কাদো কাদো।

আপা পরের ক্লাসের হোমওয়াক। বাসাই কি করেছ? সামনে এনে দাড় করিয়ে রাখলম। এভাবে কখন যে ক্লাস শেষ খেয়ালই নেই। পরের ক্লাসের সীমাপু ততক্ষনে দরজায়। কি ইমু, বাদরটা কি করছে? আমি হাসলাম , আপনার হোমওয়ার্ক করেনি তাই অগ্রিম শাস্তি ।

তাকিয়ে দেখি বড় বড় ফোটায় জল ঝরছে ওর চোখে। নিজেকে অল্প সময়ের জন্য খুব নিষ্ঠুর মনে হলো। প্রতিদিনই যেন হেরে যাচ্ছি বাস্তবতার কাছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।