আমাদের কথা খুঁজে নিন

   

রোজনামচা

আবার একজন সাধারন মানুষ

আজ কঠিন সময় ব্লগ লেখা চালু করলাম। জানিনা কতটা সফল হব। আপাতত লেখা অভ্যাস কোরছি । বাংলা ভাসার ব্যবহার বাহু দিন কোরিনি এটা আমার দোষ নয়ে পারিপারসিকরতা হোয়েতো কিছুটা দায়ি কিনতু আমি আমার দায়িত্ব এরাতে পারিনা তায়ি ভুল ভ্রান্তীর দায়ে আমারি.. আজ থেকে কলকাতায় গরম শুরু হল। সকাল ছটায় সাতারো ডিগ্রী সেলিসিয়াস ছিল।

সোজা বাংলায় লিখতে পেরে আর খুবই অভিভুত . উপরের ছবি মায়াপুর ইস্কন মন্দিরের আজ ১০ ফেব্রূয়ারি আজ আবার গরম বেশি ডিগ্রী সেলিসিয়াস । আমার মেজ ভাইয়ের ২৫বৎসরের বিবাহ বার্ষীকি মহা ধুমধাম লেগেছে বারিতে আজ ১১ ই ফেব্র্বয়ারী গরম টা আরও বেশি । আজ ১৮ ই ফেব্র্বয়ারী গরম টা আরও বেশি । আজ২১ ই ফেব্র্বয়ারী নাঃ । মন খারাপ একটা খবর দেখে আজ প্রতিদিন কাগজে একটা প্রাথমিক বিদ্যালয়ের ছবি দেখি একেবারে খোলা আকাশের নিচে স্কুল চলেছে।

ইসলামপুরে খুব খারাপ খবর। কি করে ছবিটা এখানে দিই বৃঝতে পারছিনা। 12 07 2010 how are you all ? returned here ,as it is difficult to write in bengali here, let me try in english, ok some times i must try bengali Kolkta is now cold in due to rain , ১৪ ০৭ ২০১০ nah likh bo na mon kharap , ei আজ ১৮ ০৬ ২০১৩ মংগলবার জানি অজস্র বানান ভুল কিন্ত লেখা তাহলে বন্ধ করে দিতে হয়ে, কি করব আস্তে আস্তে শুধরে নেব । খুব গরম সমগ্র উত্তর ভারত জুরে চলেছে বরষার উৎপাত। চার ধাম জাত্রা স্থগিত করেছে সরকার আমার দাদা ও বৌদি, গেছে কোনও খবর নেই এখনো।

কলকাতাতে যে খুব বরষা হচ্ছে তা নয়ে কিন্ত ভ্যপসা গরম সাংঘাতিক। গত ৫ই এপ্রিল মায়ের পরলোক গমনের পর প্রথম লিখতে বসলাম। গত বুধবার দুধের স্বাদ ঘোলে মেটাবার মত ময়ের বদলে শাশুরীকে নিয়ে এসেছি এতে ওনার ঘোরাও হল আমার বাড়িও ফাকা রইল না। যাই হক সুখে দু্‌খে আছি। জামাই ষষ্টীর পর আমের দাম কিছূটা কম এখানে তো ২৫টাকা কেজি তবে তরকারী আগুন বেগুন ৮০ কেজি পটল ৩০ টাকা তবে উচ্ছেটা ৫০ টাকা কেজি।

কাটা পোনা মাছ ২০০ টাকা কেজি তাও চালানি মাছ। জাই হোক বাজারে আগুন লেগেছে। ১৯ ০৬ ২০১৩ (বুধবার) আজ আর সকালে ব্যয়াম করতে গেলাম না। ওনেক বরষা হবার পর বি্দ্যুত ছিলনা প্রায়ে ৪ ঘন্টা সি ই এস সি সন্ধ্যা্যে অনেক চেস্টা করে বি্দ্যুত এনেছে। গরম কিন্ত কমেনি।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।