আমাদের কথা খুঁজে নিন

   

সৌরজগতের গ্রহগুলির নিজ অক্ষের উপর ঘূর্ননে ভিন্নতা


আমরা জানি আমাদের সৌরজগতে ৯টি গ্রহ আর তাদের প্রায় ১৩৯টি উপগ্রহ । গ্রহগুলি সূর্যকে কেন্দ্র করে আর উপগ্রহগুলি তার নিজ নিজ গ্রহকে কেন্দ্র করে ঘুরছে । যাকে আমরা বলছি বার্ষিক গতি । আবার প্রত্যেকটি গ্রহ-উপগ্রহই তার নিজ অক্ষের উপর ঘুরছে । যাকে বলা হচ্ছে আহ্নিক গতি ।

এই ঘূর্ননটি সাধারণতঃ প্রায় সব গ্রহের বেলায় পশ্চিম থেকে পূর্ব দিকে । যার ফলে ঐ সব গ্রহে (পৃথিবীসহ) সূর্য সবসময় পূর্ব দিকে উঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়। তবে জোতির্বিদরা বলছনে ব্যতিক্রম শুধু তিনটি গ্রহের বেলায় : ভেনাস, ইউরেনাস এবং প্লুটো । এই তিনটি গ্রহের নিজ অক্ষের উপর ঘূর্নন পূর্ব থেকে পশ্চিম দিকে। অর্থ্যাৎ এই তিন গ্রহে সূর্য পশ্চিম দিকে উঠে এবং পূর্ব দিকে অস্ত যায়।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.