আমাদের কথা খুঁজে নিন

   

চশমা


চশমা সরসিজ আলীম আমরা তখন চশমা পরতে শিখেছি, আমরা তখন চশমাকে ভালোবাসতে শুরু করেছি, আমরা তখন চশমাকে ওল্টাতে পাল্টাতে চাইছি, তখন চশমা ঘুরছে আমাদের আঙুলের ডগায়। মেয়েদের পরিধেয়র প্রতি বেশ নজর চশমাটার, দিন দিন চশমাটার কণ্ঠের হাড় বাড়তে থাকে, চশমাটার বাবরি দোলানো চুলের তলে বাড়তে থাকে লম্বা গলা, লম্বা গলা সাগরে সাঁতার দিতে যায় ঘুমের ভেতর। সাগরের পার তপ্ত বালুর সৈকতে মেয়েটির দেহ ভাজা ভাজা, ছেলেটির দেহের সাগর গড়ানো জল গড়িয়ে পড়ে মেয়েটির সারাদেহে। সাগরের ঢেউয়ে নেমে পড়ে তপ্ত বালুকা সকল, ঘুমের ভেতরে চমশা ঘোরে আঙুলের ডগায়। ১৩.০৭.২০১০, ঢাকা।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।