আমাদের কথা খুঁজে নিন

   

চোখে চশমা লাগিয়েই পড়তে পারবেন সামু !!বাজারে আসছে গুগল সাই-ফাই চশমা

হাফ ইঞ্জিনিয়ার কেমন হত যদি রাতে শুয়ে চশমা চোখে দিয়েই ব্লগ পড়া যেত কিংবা বন্ধুদের সাথে ভয়েস বা ভিডিও চ্যাট করা যেত?আপনারা হয়তো ভেবেছেন আমি সাই-ফাই মুভি ভক্ত কোন পাগল মুভিখোর যেকিনা ওইসব ছবিতে দেখা জিনিষ্পত্র নিয়ে আজগুবি প্রলাপ বকছি!! জি না আমি প্রলাপ বকছি না, বাজারে আসছে সেই চশ্মা। চলুন দেখি কি সেই চশমা!!! গুগলের সাই-ফাই চশমা: ২০১২ সালের প্রায় এক চতুর্থাংশের বেশি সময় পার করে এসেছি আমরা এবং আপনি হয়ত খেয়াল করেছেন এখন পর্যন্ত অবিশ্বাস্য কিছু আবিষ্কার করতে পারিনি যেটা দিয়ে যোগাযোগের অপার দুনিয়া খোলা হয়ে যাবে কিংবা বিস্মিত করবে। প্যান্টের পকেটে বা পার্সে রেখে আপনি যে হেডফোন,মোবাইল ব্যবহার করছেন সব আধুনিক প্রযুক্তি হলেও কেমন যেন সাই-ফাই অবিশ্বাস্য কোন কিছু নয়। কিন্তু সবকিছু যদি ঠিক থাকে এ বছরের শেষের আপনি দেখা পাবেন সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের তৈরি করা সায়েন্স ফিকশানে ব্যবহার করা সত্যিকারের চশমা। না আপনি ভুল শুনেন নি!! সত্যিকারের সাই-ফাই চশমা যেটার সাহায্যে ইশারার অথবা কথা ম্যাধ্যমে যোগাযোগ সহ অন্যান্য সব করা যাবে।

কেমন হবে সেই চশমা: আপনাদের অনেকের মনে হয়তো প্রশ্ন জাগছে,কেমন হবে সেই চশমা? ধরুন আপনি এই চশমা পরে রাতে ঘুমালেন,সকালে ঘুম ভাঙ্গামাত্রই ওই চশমার পর্দায় আপনার ঘুম থেকে উঠার পর করনীয় কি কি তা দেখতে পাবেন। এছাড়া চাইলে নতুন কোন মেইল আসছে কিনা নিমিষে চোখের পলকে চেক করে নিতে পারবেন। আকাশের দিকে তাকালে আবহাওয়া সম্পর্কে জানতে পারবেন কিং বাইরে বের হয়ে কোন কিছুর ছবি তোলার ইচ্ছা হলে নিমিষেই তা তুলে সেভ করতে অথবা কোথাও পাঠাতে পারবেন। এছাড়া কারো সাথে ভিডিও কলের দরকার হলে অথবা যেকেউ চাইলে আপনার সাথে চলন্ত অবস্থা ভিডিও কলের মাধ্যমে কথা বলতে পারবেন। মোদ্দাকথা ঠিক যেমনটা সাই-ফাই মুভিগুলোতে দেখানো হয় সেইরকম সত্যিকারের চশমা।

গুগল তার এই গোপন প্রজেক্টের কথা গত সপ্তাহে ইউটিউবে এই ডেমো ভিডিও ছেড়ে সারাবিশ্বকে জানায়। চলুন দেখে আসি সেই ভিডিওঃ - কবে নাগাদ আসতে পারে বাজারে? এই প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত কিছু জানা না গেলেও গুগলের একজন কর্মকর্তা জানান,এই বছরের শেষের দিকেই গুগল এই চশমা বাজারজাত করার চিন্তা করছে। এই সংক্রান্ত আপডেট দেয়ার জন্য গুগল প্লাসে একটি পেইজও খোলা হয়েছে যেটিতে এ প্রজেক্ট এর নাম দেয়া হয়েছে “প্রজেক্ট গ্লাস” । তবে গুগল গ্লাসের পরীক্ষামুলক কার্যক্রম যে খুব ভালোভাবে চালানো হয়েছে তা গুগলের হর্তা-কর্তাদের দেখলেই বোঝা যায়। ইতিমধ্যে গুগলের প্রতিষ্ঠাতাদের একজন সার্গেই ব্রিন এর চোখে এই ধরণের গ্লাস এর পরীক্ষামুলক পরীক্ষা করতে দেখা গেছে।

দেখা যাক পরবর্তীতে স্বপ্ন সত্য হয় কিনা। যাদের এই রকম চশমা নিজের করে নেয়ার ইচ্ছা আছে তারা “প্রজেক্ট গ্লাস” পেইজ এ চোখ রাখতে পারেন। লেখাটি পুর্বে টেকস্পেট এ প্রকশিত। টেকস্পেটের এ সপ্তাহের জনপ্রিয় আরো কিছু পোস্টঃ ১। জেনেশুনে ধূমপান করছেন তো? ২।

ঘাড়ের যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন ? চলুন দেখি কিছুটা আরাম দিতে পারি কি না ! ৩। ওয়ার্ডপ্রেস সাইটের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় কিছু টিপস ৪। উইন্ডোজ ৭ এবং ভিস্তায় “Run as Administrator” থেকে চিরমুক্তি পাওয়ার উপায়  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.