আমাদের কথা খুঁজে নিন

   

জামায়াতকে রাজনীতির সুযোগ করে দিয়েছে জিয়াউর রহমান,,,আওয়ামীলীগকেও একই সুযোগ দিয়েছে একই ব্যক্তি!!!

অব্যক্ত বক্তব্যের ধারাবাহিক চলন,,

ইদানিং জামায়াতের রাজনীতি, যুদ্ধাপরাধ ইত্যাদি ইস্যুতে বিএনপি'কে জড়িয়ে নানা বক্তব্য দেয়া হচ্ছে। । গতকালও আইন প্রতিমন্ত্রী বিএনপি নেতাদের 'রাজাকার' সম্মোধন করার আহবান জানিয়েছেন। । যিনি ক'দিন আগে বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানকে 'পাকিস্তানের চর' বলে উল্লেখ করে ব্যাপক বিতর্কে পড়ে।

। কথা হচ্ছে 'রাজাকার' শব্দটিকে এতো সস্তা করে ফেললে প্রকৃত রাজাকারদের ঘৃনার অনুভতি নষ্ট করে ফেলবে। । আজ যারা এতো 'মুক্তিযুদ্ধ-রাজাকার-যুদ্ধাপরাধ' বিশেষজ্ঞ সেজেছেন,, সেই লোকুলো ১৯৭১ সালে কোথায় ছিলেন??? এই কামরুল, সুরঞ্জিত, মেনন, ইনু সারা ৭১ পালিয়ে বেড়িয়ে,,, এখন দেশের স্বাধীনতায় এতো সোচ্চার হয়ে উঠার কথা বলতে লজ্জা করছেনা?? এত বড়ো স্পর্ধা হয়ে গেছে যে--- জিয়াকে তুচ্ছ করার সাহস পায় এক রাজাকারের ভাই কামরুল। ।

। অথচ এই কামরুল জামায়াতি ব্যাংক 'ইসলামি ব্যাংকে' আইনজীবী প‌্যানেলে ডরীক্ষা দিয়ে ফেল্টু হয়েছিল!! এখনও তার ৪ তলার বাড়িটি 'ইসলামি ব্যাংকে'র কাছে দায়গ্র্রস্থ!!! জিয়া যদি জামায়াতকে এদেশে রাজনীতির সুযোগ করে দিয়ে থাকে। । । একই সুযোগ আওয়ামীলীগকেও দিয়েছিল।

। ১৯৭৫ সালে শেখ মুজিব যখন বাকশাল(বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ) নামে একটি মাত্র দল গঠন করে। । । তখন অপরাপর দলগুলোর মত আওয়ামীলীগও নিশ্চিহ্ন হয়ে যায়।

। । তাহলে পরে আবার কোথা থেকে আওয়ামীলীগ এলো??? এই জিয়াই বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের মাধ্যমে জামায়াত, আওয়ামীলীগ সহ সকল রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন করার সুযোগ দিয়েছেন। । তিনি কিন্তু পারতেন সেসময় বিএনপি’কে একমাত্র রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত করতে।

। কিন্তু এরই রাজনৈতিক দৈনতা তিনি প্রদর্শন করেননি। । আজ করুনা হয় তাদের জন্য যারা জিয়ার মতো একজন ক্যারিশম্যাটিক লিডারের চরিত্র হননে ব্যস্ত। ।

তার দলকে বিকৃত করে কথা বলে। । সরকারের উচ্চ পর্যায়ে থেকে জিয়ার কবর নিয়ে কথা বলার অসভ্যতা প্রদর্শনকারীরা একদিন নিজেরাই ইতিহাসের ঘৃণ্য পাতায় স্থান পাবে। ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.