আমাদের কথা খুঁজে নিন

   

কিছু বলার ছিল

আমি একজন খারপ হলেও ভাল মানুষ.........

অনেক কথা বলার ছিল হয়নি বলা কিছুই দীর্ঘ বিশটি বছর চলে গেল তবুও যেন,হলো না কিছুই বলা হলো না দৃষ্টিকে শৃঙ্খলিত করা। এতটা বছর, হিসাব করি যখন হায়!এতো খুব অল্প সময় অতি কাছাকাছি থাকো যখন তোমার শরীরের ঘ্রান নিতে নিতে তা আমাতে বিলীন করতে করতে কখন যে সময় চলে গেল টেরই পাই নি। চোখে চোখ রেখে দৃষ্টিকে দূরে বিকশিত করি তোমার সামনে তবুও যেন ও দুষ্ট দৃষ্টি তোমায় ভূলতে পারে না, তৃষ্ণার্ত এই দুটি চোখ তোমার চোখে ভালোবাসার অনিন্দ্য সুন্দর প্রাসাদ দেখেছে ভুলবে কেমন করে বলোতো? জানি এ প্রশ্নের কোণ জবাব নেই তোমার তোমায় বলার ছিল কিছু কথা বলবো তোমায় কিন্তু এই স্নিগ্ধ মুখশ্রীর দিকে তাকালে মনে হয় সব ভুলে গেছি তোমারও তাই মনে হয়? জানি না আজ জানতে চাই না আমি। হৃদয়ের ভালোবাসার পদ্ম যখন ফুটল তখন থেকেই তোমায় দেখেছি তখন থেকেই কিছু বলবো তোমায় তবুও যেন বলা হলো না একসাথে হাত ধরে হেটে চললাম বহু দূরে তবুও যেন মনে হলো হাতই ধরিনি বছর চলে গেল তোমার কন্ঠস্বর শুনে তবুও যেন কিছুই শোনা হয়নি এতোদিন ধরে এতকিছু বলেছি তবুও যেন তোমাকে জানাইনি কিছু বলবো তোমায় যা বিশটি বছর ধরেও বলতে পারি না বলবো!!! ভালোবাসি তোমায় হেসে বলছ "বোকা মেয়ে' আমি বলি, এতটা বছর কত বলেছি কথা কতটা তোমায় দিয়েছি ব্যথা তবুও যেন এ কথাটি বলিনি তোমায়, সত্যি বলছি বলিনি আমি আজ বলছি, আরো বলব যখন থাকবে কিংবা যখন থাকবে না আমার নিশ্বাস বলবে আমার বিশ্বাস বলবে ভালোবাসি তোমায় অনেক অনেক বেশী।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।