আমাদের কথা খুঁজে নিন

   

"অতিশয় বদ জ্বীণের ভয়ানক আছড়ে কুপোকাত সামু" ব্লগার কুল দিশেহারা..

ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..
বদ জ্বীণের আছড়ে সামু আজ পাগল প্রায়। ইতিহাসে এমনতরো বদ জ্বীণ দ্বিতীয়টি খুঁজে পাওয়ার কিঞ্চিত সম্ভাবনাও আছে কিনা বলা মুশকিল। সামুর আকাশ জুড়ে কালু মেঘের বিকট হাসি দেখে সৃষ্টিশীল লেখকের হাতেও শোভা পাচ্ছে চিকন বাঁশের ধারালো কঞ্চি। বদ জ্বীণকে তাড়াবার লক্ষ্যে ব্লগারকুল জাত-পাত ভুলে আজ এক কাতারে সহাবস্থান নিয়েছে। তবুও বদ জ্বীণের বাঁকা হাসির সামান্যতম পরিবর্তন নেই। বরং সে দিন কে দিন তার বদ শক্তি অপব্যবহারের মাত্রা বাড়িয়েই চলছে। এমতাবস্থা সামুকে বাঁচাবার স্বার্থে, সকল ব্লগারকুলকে বাঁচাবার স্বার্থে বিখ্যাত কোন ওঝার সরণাপন্ন হওয়া ছাড়া কোন উপায় দেখছি না........... কে ঝাতিকে আশা দেবে, কে ঝাতিকে ভরসা দেবে, কে ঝাতিকে বদ জ্বীণের রাহুগ্রাস হতে মুক্ত করবে? ঝাতির এই মহাসংকটময় মূহুর্তে, আছেন কোন দিল-দড়িয়া ওঝা........ থাকলে কিঞ্চিত আওয়াজ দিয়া ঝাতিকে চির কৃতজ্ঞ করিবেন। একজন বিশিষ্ট ওঝাকে কিছুক্ষণ আগেই ব্লগার তালিকায় দেখা গেছে, এখন আর দেখতে পাচ্ছি না। বদ জ্বীণের আছড় তার উফরেও পড়ছে কিনা ইহা নিয়া ঝাতি বড়ই দ্বিধাগ্রস্ত। ধরো ধরো বদ জ্বীণ ধরো, মারো মারো বদ জ্বীণ মারো
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.