আমাদের কথা খুঁজে নিন

   

নারায়ণগঞ্জে বিষাক্ত গ্যাসে তিন শ্রমিকের মৃত্যু

জীবনে যা চেয়েছি তাই পেয়েছি কোন চাওয়াই অপূর্ন নেই । বড়লোক হওয়ার খুব সখ

নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকের স্যান্টারিংয়ের মালামাল খুলতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তিন নির্মাণশ্রমিক মারা গেছেন। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইন বোর্ড মিতালি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় ফায়ার ব্রিগেড তাঁদের লাশ উদ্ধার করে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ফারুক হোসেন জানান, মিতালি মার্কেটের পেছনে সাহেববাজার এলাকায় জহিরুল ইসলাম নামের এক ব্যবসায়ী নতুন ভবন নির্মাণ করছিলেন।

ভবনের রিজার্ভ পানির ট্যাংক নির্মাণ করা হয়েছে কয়েক দিন আগে। গতকাল এ ট্যাংকের স্যান্টারিংয়ের কাঠ খুলতে নামেন তিন শ্রমিক। তাঁরা ট্যাংকে নামার পর আর উঠে না আসায় অন্য আরেক শ্রমিককে নামানোর চেষ্টা করা হয়। কিন্তু সে নামার আগেই অসুস্থ হয়ে গেলে সবাই ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাস তৈরি হওয়ার বিষয়টি টের পায়। খবর দেওয়া হয় নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসকে।

রাত সাড়ে ৮টায় ফায়ার সার্ভিসের কর্মীরা নিচে নেমে একে একে সুমন মণ্ডল (২৫), ফারুক হোসেন (৩৫) ও লিটন (৩৫) নামের তিন শ্রমিকের লাশ উদ্ধার করে। স্টেশন অফিসার ফারুক হোসেন জানান, বিষাক্ত গ্যাসের কারণে শ্বাসরুদ্ধ হয়ে তিন শ্রমিক মারা গেছেন বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.