আমাদের কথা খুঁজে নিন

   

একটি বাংলা গানের লিরিকস/কথা



মানুষের ভেতরে মানুষ করিতেছে বিরাজন মানুষ ধর মানুষ ভজ শোন বলিরে পাগল মন ।। মানুষ কি আর এমনি বটে যার চরণে জগত লুটে এইনা পঞ্চ ভূতের ঘটে খেলিতেছে নিরজন চৌদ্দতলার উপরে দালান তার ভেতরে ফুলের বাগান লাইলী আর মজনু দেওয়ান সুখেই করেছে আসন। তালাশে খালাস মিলে তালাশ কর রংমহলে উঠিয়া হাবলংগের ফুলে চেয়ে থাক সর্বক্ষণ দেখিবে হাবলংগের ফুলে দুই দিকেতে আগ্নি জ্বলে ভেবে রশিদউদ্দিন বলে চমকিছে শূণ্যের মতন।। দুই দিকে দুই কাঁধে হায়াৎ মউত মাঝখানে ভরা সময় থাকতে বুঝরে তোরা নিকটেতে কালসমন সোনারপুরী আন্ধার করে যেদিন পাখি যাবে উড়ে শূন্যখাঁচা থাকবে পরে কে করবে আর তার মতন ।। মানুষের ভেতরে মানুষ করিতেছে বিরাজন মানুষ ধর মানুষ ভজ শোন বলিরে পাগল মন ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.