আমাদের কথা খুঁজে নিন

   

জাপানে জন্ম সুবিধা (Birth Allowance)

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

জাপানে কোন গর্ভবতী মা বা তার স্বামী Health Insurance বা National Health Insurance এর তালিকাভূক্ত হলে প্রতি সন্তানের জন্য Birth Allowance হিসেবে তিন লাখ ইয়েন পেয়ে থাকে। হাসপাতাল ত্যাগ করার এক মাসের মধ্যে এই টাকা সংশ্লিষ্ট হিসাবে জমা হয়ে যায়। যমজ সন্তানের বেলায় এর পরিমাণ দ্বিগুণ। অপারেশান এর মাধ্যমে সন্তান ভূমিষ্ট হলে অতিরিক্ত তিন লাখ ইয়েন পায়।

সন্তান মারা গেলে, মিসক্যারেজ হলে অথবা Pre-matured ডেলেভারী হলে আরও তিন লাখ ইয়েন দেয়া হয় যদি সন্তানটি ৮৫ দিন কিংবা ১৩ সপ্তাহ মায়ের গর্ভে থাকে। হাসপাতাল থেকে চলে আসার পর যদি শিশুকে ঘন ঘন হাসপাতালে ভর্তি করাতে হয় তবে সেজন্য আলাদা আর্থিক সুবিধা প্রদানের ব্যবস্থা আছে। এজন্য সিটি কর্পোরেশনের Medical Treatment Aid Fund Section এ নির্দিষ্ট ফরমে আবেদন করতে হয়। কর্মজীবি মায়েদের জন্য সুবিধা কর্মজীবি মায়েদের সন্তান পালনের জন্য রয়েছে Child Care Leave। যারা সন্তান পালনের জন্য এই ছুটি নেয় অথবা চাকুরী ছেড়ে দেয় তারা Child Birth Allowance এর সুবিধা পেয়ে থাকে।

চাকরী ছেড়ে গেলে ছাড়ার ছয় মাসের মধ্যে এই আর্থিক সুবিধা মায়ের হাতে পৌঁছে যায়। এক্ষেত্রে সেই মাকে অবশ্যই এক বছরের অধিক সময় ধরে National Health Insurance বা Social Insuranceএর তালিকাভূক্ত হতে হয়। ছুটির এক্ষেত্রে ছুটি শুরুর দিন থেকে দুই বছরের মধ্যে মাকে তার অফিসের নির্দিষ্ট ফরমে দরখাস্ত করতে হয়। জাপানে কর্মজীবি মায়েরা মোট ৯৮ দিন Child Care Leave ভোগ করতে পারে। এর মধ্যে সন্তান জন্মাবার আগে ৮২ দিন এবং পরে ৫৬ দিন।

ছুটিকালীন সময়ে তারা যে দৈনিক ভাতা পায় সেটার হিসাব হলো ৩০X০.৬ X৯৮ (দিন)। শিশু সুবিধা (Children Allowance) জাপানী ভাষায় একে বলা হয় Jido Teate। জাপানের শিশুরা স্কুলে যাবার আগ পর্যন্ত এই সুবিধা পেয়ে থাকে। একটি পরিবারের সন্তান সংখ্যার উপর নির্ভর করে এর পরিমাণ নির্ধারণ করা হয়। এক্ষেত্রে সেই শিশুর পিতার আয় সাধারণ আয় সীমার নীচে হতে হবে এবং সেই পিতাকে প্রতি বছর তার আয়ের হিসেব কর্তৃপরে নিকট জমা দিতে হবে।

শিশু সুবিধা লাভের জন্য সেই পিতার নিজ থেকে কিছু করতে হয় না। পিতার আয়ের হিসাব পর্যালোচনা করে সরকার থেকেই এটা নির্ধারণ করে দেয়া হয়। সাধারণত এই সুবিধার পরিমাণ হলো ১ম সন্তানের জন্য ৫০০০ ইয়েন। ২য় সন্তানের জন্য ৫০০০ ইয়ে। ৩য় এবং পরবর্তী সব সন্তানের জন্য ১০০০০ ইয়েন করে।

উল্লেখ্য যে জাপানে ছয় বছর বয়স পর্যন্ত শিশুদের বাসে বা ট্রেনে কোন ভাড়া লাগে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।