আমাদের কথা খুঁজে নিন

   

পরিষ্কার পরিচ্ছন্নতা ও ইসলাম

---
إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ ........ নিশ্চয়ই আল্লাহ তওবাকারী এবং অপরিষ্কার অপরিচ্ছন্নতা থেকে যারা বেঁচে থাকে তাদেরকে পছন্দ করেন। বাকারা-২২২ قُلْ لَا يَسْتَوِي الْخَبِيثُ وَالطَّيِّبُ وَلَوْ أَعْجَبَكَ كَثْرَةُ الْخَبِيثِ ۚ فَاتَّقُوا اللَّهَ يَا أُولِي الْأَلْبَابِ لَعَلَّكُمْ تُفْلِحُونَ বলো: অপবিত্র ও পবিত্র সমান নয়, যদিও অপবিত্রের প্রাচুর্য তোমাকে বিস্মিত করে। অতএব, হে বুদ্ধিমানগণ, আল্লাহকে ভয় কর-যাতে তোমরা মুক্তি পাও। মায়েদা-১০০ قَدْ أَفْلَحَ مَنْ تَزَكَّىٰ অবশ্যই সাফল্য লাভ করবে সে, যে পরিষ্কার পরিচ্ছন্ন হয়। আল আলা-১৪ يَا أَيُّهَا الْمُدَّثِّرُ قُمْ فَأَنْذِرْ وَرَبَّكَ فَكَبِّرْ وَثِيَابَكَ فَطَهِّرْ وَالرُّجْزَ فَاهْجُرْ হে চাদরাবৃত! উঠুন, সতর্ক করুন, আপন পালনকর্তার মাহাত্ম্য ঘোষনা করুন,আপন পোশাক পরিচ্ছন্ন করুন এবং ময়লা আবর্জনা থেকে দূরে থাকুন। সূরা-মুদ্দাস্সির يَا أَيُّهَا الرُّسُلُ كُلُوا مِنَ الطَّيِّبَاتِ وَاعْمَلُوا صَالِحًا ۖ إِنِّي بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ হে রসূলরা, আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খান এবং সৎকাজ করুন! মুমিনুন-৫১ "পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক।" মুসলিম শরীফ: ২:০৪৩২ ( লোকমুখে প্রচলিত হাদিসটি হল, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। কিন্তু হাদিস গ্রন্থে একে ঈমানের অর্ধেক বলা হয়েছে)
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.