আমাদের কথা খুঁজে নিন

   

দাঁত পরিষ্কার ৬ সেকেন্ডে

আমি একজন ব্লগ ভক্ত মানুষ।
ত্রিমাত্রিক প্রিন্টারে তৈরি টুথব্রাশ সব দাঁত পরিষ্কার করতে পারবে মাত্র ছয় সেকেন্ডে। প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ব্লিজিডেন্ট নামের এই থ্রিডি প্রিন্টেড টুথব্রাশ দেখতে অনেকটা মাউথগার্ডের মতো। ব্রাশটির মধ্যে ৬০০ ক্ষুদ্র দাঁত পরিষ্কারক রয়েছে। ব্যবহারকারীকে এই অভিনব টুথব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার করতে হলে শুধু এটিকে কামড়ে ধরতে হবে।

কামড়ে ধরলেই এর ক্ষুদ্র দাঁত পরিষ্কারকগুলো একসঙ্গে ব্যবহারকারীর সব দাঁত মাত্র ছয় সেকেন্ডেই পরিষ্কার করে দেবে। এ প্রসঙ্গে ব্লিজিডেন্টের একজন মুখপাত্র জানিয়েছেন, তাদের ইচ্ছা ছিল একে এমনভাবে ডিজাইন করা, যাতে এতে আপেলের মতো সহজেই কামড় দেয়া যায়। একটি ব্লিজিডেন্ট টুথব্রাশ তৈরি করতে ১২ সপ্তাহ সময় লাগে, জানিয়েছে ম্যাশএবল। অভিনব এ টুথব্রাশটি এক বছর ব্যবহার করা যাবে এবং এর দাম পড়বে ৩০০ ডলার। ব্যবহারকারী চাইলে এক বছর পর ১৫৯ ডলারের বিনিময়ে এটি পরিবর্তন করতে পারবেন অথবা ৮৯ ডলার খরচ করে এর ক্ষুদ্র দাঁত পরিষ্কারকগুলো জীবাণুমুক্ত করাতে পারবেন।

সূত্র : বিডিনিউজ
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।