আমাদের কথা খুঁজে নিন

   

“সাইকেলের চেইন পরিষ্কার এবং লুবিং”





আমরা অনেকেই সাইকেল চালাই। পাশাপাশি সাইকেলের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে চিন্তিত থাকি। বর্তমানে অনেকে আমরা বিভিন্ন সাইকেল শপ এ গিয়ে সাইকেলের চেইন ও লুবিং করে নিয়ে আসি। আমি-আপনি চাইলে কিন্তু খুব সহজে নিজ বাসায় যত্ন সহকারে সাইকেলের চেইন ও লুবিং করে নিতে পারি। ভয়ের কোন কারন নাই আস্তে আস্তে নিজের সাইকেলের চেইন ও লুবিং খুব সহজে করে নিতে পারবেন।



কীভাবে সাইকেলে চেইন ও লুবিং করানো হয় তা নিয়ে আজকে কিছুটা টিপস দিবো যতটুকু আমি জানি।

সাইকেলে চেইন ও লুবিং পূর্বে কিছু উপকরণ সংগ্রহ করুন:

১. কেরোসিন তেল
২. সেলাই মেশিনের তেল
৩. পাতলা জাতীয় কাপড় ২-৪ টি মাঝারি আকারের
৪. একটি ছোট কেরোসিনের বোতল
৫. একটি ছোট সেলাই মেশিনের তেল

এখন চলুন কীভাবে আপনি নিজ বাসায় যত্নের সাথে সাইকেলের চেইন ও লুবিং করবেন:-

১. প্রথমে সাইকেলের স্টেন্ড দিয়ে আপনার সাইকেলটি দাড় করিয়ে রাখবেন বা অন্য একজনের সাহায্য নিতে পারেন সাইকেল পরিষ্কারের সময়;
২. আপনার সাইকেলের চেইনটি পাতলা কাপড় দিয়ে ময়লা অংশগুলো ভাল করে পরিষ্কার করুন;
৩. বৃষ্টির সময় আপনি যখন সাইকেল চালিয়ে বাসায় ফিরবেন তখন আপনার সাইকেলটি ভাল করে পরিষ্কার রাখুন বিশেষ করে চেইনের জায়গাটুকু, তা না হলে মরিচা পড়ে যেতে পারে;
৪. সাপ্তাহে ১ বার সাইকেলের চেইন ও লুবিং করা ভাল;
৫. সাইকেলের চেইনটি পাতলা কাপড় দিয়ে ময়লা অংশগুলো পরিষ্কারের পর সাইকেলটি উল্টা দিকে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে চেইনের ডানে-বায়ে কেরোসিন দিয়ে পরিষ্কার করুন যতক্ষন ময়লা থাকবে চেইনে;
৬. চেইনের মাঝখানে কেরোসিন না দিয়ে চেইনের কিনারে দেওয়া ভাল;
৭. ব্রাশ ব্যবহার করতে পারেন চেইন পরিষ্কারের সময়;
৮. কেরেসিন দিয়ে পরিষ্কারের পর ভাল করে কাপড় দিয়ে চেইনটি আবার পরিষ্কার করুন;
৯. কাপড় দিয়ে পরিষ্কারের পর ১০-১৫ মি: অপেক্ষা করুন;
১০. অপেক্ষার পর এবার সাইকেলের চেইনে সেলাই মেশিনের তেল নিয়ে একই পদ্ধতিতে( কেরোসিন তেল দিয়ে যেভাবে করেছেন) আপনার সাইকেলের চেইনটি পরিষ্কার এবং লুবিং করুন;
১১. লুব এর শেষে অতিরিক্ত তেল পাতলা কাপড় দিয়ে আস্তে আস্তে মুছে ফেলতে হবে।
১২. যাদের ডিস ব্রেক, হাইড্রোলিক ব্রেক, মেকানিকাল ব্রেক আছে তারা অবশ্যই খেয়াল রাখবেন সাইকেলের চেইনটি পরিষ্কার এবং লুবিং এর সময় যাতে কোন ভাবেই তেল উক্ত ব্রেক এ না লাগে এতে সমস্যা দেখা দিতে পারে।
আজ এ টুকু্। আশা করি আমার এ লেখাটি অনেকের কাজে দিতে পারে, বিশেষ করে যারা জানেন না।

ভাল থাকবেন, সুস্থ থাকবেন।

হ্যাপি সাইক্লিং

তথ্য সূত্র:

http://www.youtube.com/watch?v=9ljqXxFGGMU






অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.