আমাদের কথা খুঁজে নিন

   

তেলে বেগুনে জ্বলা

আমার কিছু বলার নাই

আমি যাকে ভালবাসতাম (আস্ লে জানি না একে ভালবাসা বলা যায় কি না) তার কিছু দিন এর ভিতর ই বিয়ে ,আর আমার এমন সাহস নাই যে তাকে বিয়ের কথা বলি (বললে হয়ত রাজি হত) ।আর একটা ব্যাপার হচ্ছে যাকে ভালবাসি তাকে ই যে বিয়ে করতে হবে এমন কথা রবিন্দ্রনাথ নিস্চই লিখে যান নাই । তবে ভালবাসি একথা ই বা বলি কি করে ,আমি সত্যি ই জানি না ভালবাসার লক্ষন কি ।তবে এখানে যার কথা হচ্ছে সে আমার চোখে বেশ সুন্দরি বলেই ঠাওর হত 'আর একটা ব্যাপার হচ্ছে অত তরুন বয়েসে যে কোন সমবয়সি মেয়ে কেই আমার ভাল লাগত সুন্দর অসুন্দর বোধ হয়ত তখন ও জন্ম ই নেয় নি।তখন আমি বয়েসে ছিলাম তরুন আর সেই বয়েসে আমি তাকে নিয়ে ছন্দ মিলিয়ে একটি কবিতা মত লিখেছিলাম ,আর কবিতা টা যখন তাকে শুনালাম স

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।