আমাদের কথা খুঁজে নিন

   

তেলে জলে কি মেশে?

বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা

তেলে জলে মেশে কি না প্রশ্নটা পুরনো হলেও নতুন করে মাথায় ঘুরছে। চারদিকে তাকিয়ে দেখি অনেকেই তেল জল মিশিয়ে মৌলবাদ বিরোধী পাচন তৈরী করছেন। আমার কাছে ব্যাপারটা খুব সাদা কালো আর আলো অন্ধকারের মতো স্পস্ট। আপনি মুক্তিযুদ্ধের চেতনা বলতে বলতে মুখে ফেনা তুলবেন আর তার সাথে মৌলবাদীদের বগলদাবা করে রাখবেন তা হয় না। চেস্টা করলেও কাজ হবে না।

ধর্মভিততিত রাজনীতির প্রবক্তারা আপনার প্রিয় বান্দা হবে আর এদিকে একাততরের চেতনার হারিকেন নিয়ে লেইসফিতার ব্যবসা করবেন, তা কিন্তু পাবলিক খাবে না। আজকালকার পোলাপাইনদের মগজ খালি কার্বোহাইড্রেট দিয়ে তৈরী না। তারা ঠিকই টের করতে পারে কত ধানে কত চাল। তাই ৭১ নিয়ে মৌসুমী ওয়াজ দিয়ে অনেকেই পার পেতে চায়, কিন্তু পার আর পায় না। ক'দিন আগে রাস্ট্রীয় পর্যায়ে শুনেছি, তারপর সব ঠান্ডা।

আর এখন যদি ব্লগেও দু'একটা দেখি তাহলে অবাক হ'ব না ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।