আমাদের কথা খুঁজে নিন

   

তারেক জিয়া তেলে ভাসছেন...

গতকালের একটি সংবাদ চোখে পড়লো। খুবই হাস্য সংবাদ। দেখে হাসি পেল। সেটা হলো: তারেক জিয়া বিনয়ী, নির্লোভ ও যোগ্য উত্তরসূরি!!! আমরা জানি তারেক জিয়া একজন লোভী মানুষ। তার অনেক টাকা চাই।

অনেক সম্পত্তির মালিক হয়েছেন এই বয়সে। বিদেশে কোটি কোটি টাকা পাচার করেছেন। শুধু তিনি না, তার ছোটো ভাই কোকো ও পাঠিয়েছেন। এই নিয়ে আদালতে এখনও মামলা শুনানি হচ্ছে। অথচ বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক ভিসি কীভাবে একথাটা বললেন যে তারেক জিয়া নির্লোভ??? তিনি কীভাবে তারেক জিয়াকে এতোটা তেল দিতে পারলেন??? প্রথম আলোতে সংবাদটা আর মন্তব্যগুলো যেভাবে আছে শেয়ার করলাম- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে বিনয়ী, সদাচারী, নির্লোভ ও মিতব্যয়ী বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ।

তিনি বলেছেন, তারেক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি। তাই তাঁকে তারেক রহমান নয়, তারেক জিয়া বলে ডাকি। ‘রাজনীতির অবস্থা, ভবিষ্যৎ নেতৃত্ব ও তারেক রহমান’ শীর্ষক এক আলোচনা সভায় এমাজউদ্দীন আহমদ এ কথা বলেন। আজ সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল এ আলোচনা সভার আয়োজন করে। বিশিষ্ট এই রাষ্ট্রবিজ্ঞানী বলেন, দেশে গণতন্ত্র নেই।

দেশের মানুষের ভাগ্যোন্নয়নের নেতৃত্ব তারেক জিয়াকে দিতে হবে। তাই তাঁর জন্য দেশে ফিরে আসাই ভালো। এতে ক্ষমতাসীনদের নির্যাতনে চলার পথে হয়তো তাঁর রক্তাক্ত হবে। তা হোক। তিনি বলেন, এখন সংবিধানে যে প্রক্রিয়ায় বা যার অধীনে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা বলা হয়েছে সেভাবে নির্বাচন হতে পারে না।

বিশ্বের কোথায় দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়ার নজির নেই। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমান কেবল একটি নাম নয়। একটি প্রতীক। এই প্রতীক হলো স্বাধীনতা, সার্বভৌম আর গণতন্ত্রের। তিনি বলেন, তারেক রহমানের বিরুদ্ধে প্রচুর অপপ্রচার হয়েছে।

কিন্তু এর কোনোটিই প্রমাণ হয়নি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মুস্তাহিদুর রহমান বলেন, কেবল তারেক রহমানের বন্দনা বা স্তুতি করলে হবে না। তাঁর সমালোচনা করতে হবে। তিনি বলেন, ‘আমি একবার তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে তাঁকে কয়েকটি বই দিয়েছিলাম। বই নিয়ে তারেক রহমান আমাকে বলেছিলেন, সবাই আমাকে ফুল দেয়, আমার কাছে ভালো ভালো কথা বলে।

এটা আমার পছন্দ নয়। ’ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাংবাদিক শওকত মাহমুদ বলেন, তারেক একজন নিরপরাধ ব্যক্তি। তাঁর কোনো দোষ নেই। তাঁর ওপর নির্যাতনের কারণে একদিন বাংলাদেশকে ক্ষমা চাইতে হবে। এ দেশে তাঁকে ছাড়া গণতন্ত্র ও আইনের শাসন সম্ভব না।

তিনি বর্তমান সরকারকে উদ্দেশ করে বলেন, ‘এই চোরদের নৈতিক সততা নেই নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করার। এটা কেবল পারবে তারেক রহমান। ’ তিনি বলেন, আগামী দিনের আন্দোলন হবে সাচ্চা আন্দোলন। এতে এক বিন্দু খাদ থাকবে না। আলোচনা সভার সভাপতি সুলতান সালাউদ্দিন বলেন, তারেক রহমানকে নিয়ে এ ধরনের আলোচনা দেশের প্রতিটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামালউদ্দিন সবুজ প্রমুখ বক্তব্য দেন। উল্লেখযোগ্য কিছু মন্তব্য: দেশে কি তেলের দাম অনেক সশতা ? ছিঃ ! তেল কাকে বলে? কত প্রকারও কিকি? The Jokes of the day..... সব কিছুর একটা সীমা থাকা দরকার is it Prof. Emazuddin who was the VC of Dhaka University! What a shame. Very good joke.I couldn't stop but laughing. সস্তা বাজি আরকি সম্মানিত উপচার্য কি সত্যি এই কথা বলেছেন? আমার বিশ্বাস হয় না । এদের খেয়েই ত তিনি আজ সাবেক ভিসি ও 'বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী' .. আগামিতের ওরা আবার আসছে কিনা. shame !!! shame !!!!! shame !!!!!! তারেক জিয়া বিনয়ী, নির্লোভ, যোগ্য উত্তরসূরি। হা হা হা হা। কৌতুক কাকে বলে? চরম বিনোদন!!! দেশে কী তেল আছে? আছে.....।

কোনসে তেল? নির্বোধ, লোভী, তৈলবাজ হিসাবে নিজেকে প্রািন করা আর কি not agreed the statement is not desired from a such high profile person. জোকস ! was he a teacher or something else? how could he? it is really a matter of shame(as a student of DU) to have such these words from this kind of person, really very painful. every people of this country know by their experiences how this brand(Tarek Rahman) has symbolized for their(or his) government for long 5 years. everything has a limit but this man has just destroyed the limitation of patience. he does not worth for respect as a teacher anymore. he is now a lower class of sycophant, who is seeking a nomination from BNP for upcoming election. তারেক দোষী নাকি নির্দোষ তা জানার আগে বলতে চাই, তারেকের এই সার্টিফিকেট কে দিয়েছে। মাননীয় এমাজ স্যার কে বলতে চাই, সার্টিফিকেট যে দেয়, তার যোগ্যতাও বুঝাযায় যাকে সার্টিফিকেট দেয়া হল তার উপরও। আমি আপনাকে আরও উপরের স্তরের একজন ভাবতে চেয়েছিলাম। কথাটা কিন্তু ঠিক বলেন নাই স্যার ! তারই ছেলে দুর্নীতিতে যুক্ত, ভাবতে অবাক লাগে ! এই তারেক জিয়ার নামে দুর্নীতির মামলা আছে ! এই তথ্য প্রযুক্তির যুগেও মানুষকে এত বোকা ভাবা ঠিক না.... আমরা সবই জানি.... আমাদের চোখ কান খোলা আছে। আপনাদের মত উচ্চ পর্যায়ের লোকেরা যদি এমন হাস্যরসাত্যক কথা বলে তাহলে তো ভাল আর আদর্শের বাণী কারা শুনাবে? হা হা হা ,আমাদের মাসতর রা ........ তাই নাকি! তা সেই বিনয়ী, সদাচারী, নির্লোভ ও মিতব্যয়ী স্বদেশ ছেড়ে বিদেশে কেন? আমি জ্ঞান হারাব, মরেই যাব, বাঁচাতে পারবে না কেউ... বিশ্ব বিদ্যালয়ের একজন সাবেক উপাচার্য কি রকম তেল মাখছেন এমন একজনকে যিনি কলেজের মুখ দেখেননি।

মনে হয় উপাচার্য সাহেব শীঘ্রই রাজনীতিতে আসছেন এবং ভাবছেন বিএনপির সেই "যোগ্য পুত্র" সহসাই ক্ষমতায় আসছেন। বাংলাতে একটি প্রবাদ আছে কিসেরমাযে কি পান্তা ভাতে গি তেল মারার একটা সিমা তাকা উছিত Mr Emazuddin, Do you have plan to become a next president of Bangladesh? If one political leader comments like this who cares. As university student, I wondered by your comment as you were a teacher of DU. I don’t know what kind of position you will achieve more than ex-vice-chancellor by doing this kind of politics. এসব মানুষ কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিল । ভাবতে অবাক লাগে... ... ... এটা কি পড়লাম !!!!!!!!!! এতবড় মিথ্যা আর এই রকম তেলল্যা লোক আছে পৃথিবীতে ??????? তিনি নতুন তেল আবিশকার করে , তেল মাখার practice শুরু করলেন . আহারে ! আসলে কি ধোয়া তুলসী পত্র ?..... তাই যেন হয় ........ স্যার আপনার যে অতীত- বর্তমান অনেকেই হয়ত জানেনা। সেই দিন গুলি ফজলুল হকের ইতিহাস, ভাষা আনদোলনের ইতিহাস , স্বাধীনতা আনদোলনের ইতিহাস । আপনার আলোচনায় থাকবে শেরে বাংলা এ,কে ফজলুল হক, হোসেন শাহীদ সোহর্রদী, হক কথা, আবদুল হামিদ খান ভাষানী , সিরাজ শিকদার , বংগবন্ধু শেখ মুজিব , শহীদ জিয়া , যাদের আমরা দেখিনি আপনার দেখা ঘটে যাওয়া দিনলিপি ।

তারেক কে আমরা দেখেছি ,দেখছি । আপনি তাকে নিয়ে আলোচনা না করলে খুশি হতাম । তারেক রহমান দেশে বিদ্যু দেয়ার নামে জাতিকে দিয়েছিলেন খামবা  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.