আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বকাপ ফুটবল এবং এক রহস্যময় অক্টোপাস.......................

চাই সুন্দর ভাবে বাঁচতে...তাই চাই একটি সুন্দর পৃথিবী......

বিশ্বকাপের ফাইনালের বাকি আর দুদিন। তার আগেই ঠিক হয়ে গেছে কারা পাচ্ছে শিরোপা ! এমনকি তৃতীয় স্থানে থাকছে কোন দল তাও নাকি ঠিক হয়ে গেছে। খেলার আগেই মাঠের বদলে মাঠের বাইরে নিশ্চিত হয়ে গেলো খেলার ফলাফল ? অবাক হচ্ছেন তো? প্রশ্ন আসতেই পারে- খেলা তো হয়নি। কীভাবে ঠিক হলো এসবকিছু। উত্তরটা হলো—পল নামের সেই অক্টোপাস।

অক্টোপাস পল জানিয়ে দিয়েছে, ২০১০ সালের বিশ্বকাপের শিরোপা যাচ্ছে স্পেনের ঘরে। জার্মানির জাতীয় অ্যাকুরিয়ামের এই অক্টোপাসটি এরইমধ্যে বিশ্বব্যাপী সেলিব্রেটির মর্যাদা পেয়ে গেছে। বিশ্বকাপে জার্মানির ছয়টি ম্যাচেরই নির্ভুল ভবিষ্যদ্বাণী করে অক্টোপাস পল বিশ্বের ‘সর্বশ্রেষ্ঠ’ জ্যোতিষী হিসেবে এখন খ্যাতির শীর্ষে। কেউ কেউ তার এতই ভক্ত মনে হয় তার জনপ্রিয়তা ছুয়ে ফেলেছে ওয়াকা ওয়াকা খ্যাত শাকিরাকেও। অক্টোপাস পল বিশ্বকাপ ফাইনাল নিয়ে ভবিষ্যদ্বাণী করার সময় সরাসরি টেলিভিশন সম্প্রচারে তা দেখলেন বিশ্বজুড়ে কোটি দর্শক।

নেদারল্যান্ডস ও স্পেনের পতাকা দেয়া দুটো জারে খাবার রাখা হয় অক্টোপাসের সামনে। স্বভাবসুলভভঙ্গীতে স্পেনের পতাকা-চিহ্নিত জার থেকে খাবার খেয়ে অক্টোপাস সবাইকে জানিয়ে দেয়, বিশ্বকাপের ট্রফিটি হাতে এবার উঠছে স্পেন অধিনায়ক ইকার ক্যাসিয়াসের হাতেই। সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা নিয়ে উল্লাসে মেতে ওঠে স্প্যানিশ সমর্থকরা। তবে মুহূর্তেই অন্ধকার নেমে আসে ডাচ সমর্থকদের মুখে। অক্টোপাস শুধু চ্যাম্পিয়ন দলকেই নয় তৃতীয় স্থানটি কারা পাবে তা-ও বলেছে।

আর সে বলছে : এবার নাকি জার্মানিই তাদের অবস্থান ধরে রাখবে। তবে অক্টোপাসের এ ভবিষ্যতবাণীতে একদল হতাশ, আরেকদল উল্লসিত হলেও অপেক্ষা করতেই হবে রোববার পর্যন্ত। তখনই জানা যাবে কার ঘরে যাচ্ছে শিরোপা। আর এক মাসের এ মিলনমেলা যেহেতু রোববারই ভাঙছে, তাই সে পর্যন্ত জল্পনা-কল্পনাটা চলুক না হয় আরেকটু। শুনুন এবিসি রেডিও ৮৯.২ এফ এম এ রাতের খবর .... আজ রাত ৯টায়।

০৯.০৭.১০


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.