আমাদের কথা খুঁজে নিন

   

উৎসর্গ ব্লগের সকল শিবির কর্মী, যারা পেটের দায়ে মগবাজারী( আল্লাহর কসম ফ্লাডিং না,ভিতরে আমার লেখা)



ব্লগে ১টা অস্থিরতা চলে,বেশ কিছুদিন পরে ঢুকে দেখলাম। কিছু জামাতি খাঁটি রাজাকার কিছু পোস্ট দিসে,সেইটা নিয়ে বিশাল ফ্লাডিং,ব্যান,হইহল্লা। তো ফ্লাডিং বা গালিগালাজটারে সমর্থন করিনা,কিন্তু এই দানে দেখা যাচ্ছে,ফ্লাডিংয়ের দায়ে কিছু ব্লগার ব্যান হওয়াতে রাজাকারদের বাড় বড় বেশি বেড়ে গেছে,অন্য ব্লগারদের অনুপস্থিতিকে সমর্থন ধরে নিয়ে তারা জামাতের ম্যানিফিস্টো প্রচার করা শুরু করেছে। ধৈর্য্যের বাঁধ ভাঙ্গার জন্য এইটুকুই যথেষ্ট মনে হলো,যে কাজটা বারবারই এড়াতে চাই সেটাই করা লাগলো,অন্যকে অভিযুক্ত করে পোস্ট দেয়া লাগলো। একটা কথা আছে,কুকুরকে লাই দিলে মাথায় ওঠে,শিবিরের পয়সা খাওয়া লোকগুলি মাথায় উঠে গেছে।

আমি সরাসরি ব্লগের পরিবেশ নষ্ট করার জন্য নিপুপাওয়ারফুল,মারুফ হায়দার নিপু,আওরঙ্গজেব,আলমগীর আহসান,ওয়ামি,পল্লব মুনতাকা এবং নাযিল আযমিকে অভিযুক্ত করছি। কাপুরুষগুলি নিজেদের ব্লগে কমেন্ট নেয়াও বন্ধ রেখেছে। এদের বর্জন করুন,এদের লেখার স্ক্রিনশট নিয়ে নোটিশবোর্ড এবং আরিলের কাছে সরাসরি অভিযোগ করুন,রাজাকারদের দূর করুন ব্লগ থেকে। আমাদের নীরবতা যেন পশুদের কাছে আমাদের দুর্বলতা হয়ে না দাঁড়ায়,পাগলা কুকুরকে মাঝে মাঝে মারা লাগে। সবশেষে বন্ধু সিহাব চৌধুরির কাছে কৃতজ্ঞতা,শিরোনামটা আর হুমায়ুন আজাদের ২টা লাইন মনে করানোর জন্য-- "রাহুগ্রস্থ সভ্যতার অবশিষ্ট সামান্য আলোক- আমি জানি তারা সব নষ্টদের অধিকারে যাবে।

"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।