আমাদের কথা খুঁজে নিন

   

নতুন বিআরটিসি বাসে মহিলা, শিশু ও প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত ছয়টি আসন নিয়ে নয়-ছয় অবস্থা।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

রাজধানীতে নতুন চালু হওয়া বিআরটিসি বাসগুলোতে মহিলা, শিশু ও প্রতিবন্ধীদের জন্য ছয়টি সংরক্ষিত আসন রয়েছে। কমলা রং এর এই ছয়টি আসনের উপরে ডানদিকে সংরক্ষিত কথাটি কোন কোন বাসে লেখা থাকলেও সব বাসে লেখা নেই। প্রায় সময়ই বাসে উঠে এই সীটগুলোর জন্য পুরুষ যাত্রীদের সাথে রীতিমতো যুদ্ধ করতে হয়। ফার্মগেট থেকে বাসে উঠে আমি বেশ কয়েকদিন এই ঝামেলায় পড়েছি।

মহিলার পাশে সীটে বসে থাকবে। তাও ছাড়বে না সীট। অনেক পুরুষযাত্রী অনুরোধ করার পরও একই অবস্থা। অগত্যা দাঁড়িয়ে আসতে হয়েছে আমাকে। কেউ কেউ বলে সংরক্ষিত লেখা নেই, তাই সে ছাড়বে না এই সীট।

সবচেয়ে আশ্চর্যের কথা হলো সংরক্ষিত লেখা থাকা সত্ত্বেও সীট দখল করে বসে থাকা পুরুষযাত্রী অবলীলায় বলে দেয় সংরক্ষিত আবার কি? মহিলারা আমাদের সীটে অহরহ বসছে। আবার এও হচ্ছে যে, অনেক সীট খালি। মহিলা সীটে একজন মহিলা বসে আছেন। পুরুষযাত্রী উঠে মহিলার পাশেই বসবে। আমি এই ঘটনার মুখোমুখি হয়েছি একাধিকবার।

ভদ্রতাবশত বললাম, ভাই আরও তো সীট খালি রয়েছে। তাছাড়া এই সীটগুলো সংরক্ষিত। মহিলা যাত্রী উঠলে ছেড়ে দিতে হবে। কেউ কেউ একথা শুনে স্যরি বলে উঠে যায়। আবার উল্টো দুটো কড়া কথা শুনিয়ে সীট আগলে বসে থাকে।

তারপর কোন মহিলা উঠলে তাকে দাঁড়িয়ে যেতে হয়। বলা বাহুল্য সকাল-বিকালে বাসে চড়া এই যাত্রীদের প্রায় সবাই শিক্ষিত চাকুরীজীবি। বাসের অন্য যাত্রীদের প্রতি তাদের সহনশীলতার নিদর্শন যদি এই হয় তবে আমরা নিজদেরকে সভ্য হিসাবে দাবী করবো কি দিয়ে? উল্টো পিঠে আবার এও দেখা গেছে যে, কোন মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে পুরুষযাত্রী উঠে দাঁড়িয়ে নিজের সীটটা ছেড়ে দেন। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি। কিন্তু সংরক্ষিত মাত্র ছয়টা সীট নিয়ে তাদের টানাটানি কিছুতেই মেনে নিতে পারছি না।

এরা যেন কিছুতেই মেনে নিতে পারছে না মহিলা, শিশু ও প্রতিবন্ধীদের জন্য কর্তৃপক্ষের এই বিশেষ ব্যবস্থাকে। তবে কি তারা মেনে নিতে পারছে না মহিলাদের বাইরে বের হয়ে পুরুষদের সাথে সমানতালে এগিয়ে যাওয়াকে?


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.