আমাদের কথা খুঁজে নিন

   

একটা ছোট নন-টেকি টিপসঃ যেভাবে ফেসবুকের বন্ধু বাড়াবেন!

ফেসবুকে আমারে "বিডি আইডল" নামে সার্চ দিয়া পাওয়া যাবে
আমি ঠিক ফেসবুক এডিক্টেড না (অনেকেরই এই অসুখ হইছে আজকাল শুনলাম)...যারা নতুন অবস্হায় ফেসবুকে আসেন ঠিক ঠাহর করতে পারেন না কিভাবে বন্ধুর সংখ্যা বাড়াবেন..সে জন্য ছোট একটা টিপস: ১. দিনে ৫-১০ জনের বেশি কাউকে বন্ধুর রিকোয়েস্ট পাঠাবেন না ২. বন্ধু সংখ্যা ২৫-৩০ পার হলে ভুলেও কোন ছেলে বন্ধুর কাছে রিকোয়েস্ট পাঠাবেন না ৩. ওই ২৫-৩০ জনের বন্ধুর লিস্টে যত সুন্দর সুন্দর চেহারার মেয়ে দেখবেন সবাইকে রিয়োয়েস্ট পাঠাবেন (মনে রাখতে হবে দিনে ৫ টার বেশি না) ৪. রিকোয়েস্ট পাঠাবার সময় একটা মেসেজ যুক্ত করে দিতে পারেন: "আমার বন্ধুর তালিকায় আপনার অনিন্দ্যসুন্দর প্রোফাইল দেখে বন্ধু হবার আশায় হাত বাড়িয়ে দিলাম...উদার মনের এই ফেসবুক প্রেমীর কি বন্ধু হওয়ায় যায়?" [মেসেজের সারমর্মঃ আপনে উদার মনের, ফেসবুকে সারাদিন বসে থাকেন, আপনি প্রেমিক পুরুষ, আপনে প্রো-আ্যকটিভ] ৫. যে কোন মেয়ে বন্ধু হওয়া মাত্রই তার ফ্রেন্ড লিস্টের সকল মেয়ে বান্ধবীর জন্য সেম প্রসেস। ৬. আপনার কাজ শেষ, এরপর যেটা হবে শুধু ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে আর একসেপ্ট করবেন। বহুল পরীক্ষিত এই পদ্ধতিতে এখন পর্যন্ত কেউ বিফল হয়েছেন বলে গবেষণায় প্রমানিত হয়নি.. কৃতজ্ঞতাঃ এই অতীব সিরিয়াস গবেষণাটি মার্ক জুকারবার্গের আর্থিক সহায়তায় করা।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.