আমাদের কথা খুঁজে নিন

   

দেশে ৩ মাসে মানবাধিকার পরিস্থিতির ভয়াবহ অবনতি



মানবাধিকার রিপোর্ট ( জানুয়ারি-মার্চ ২০১০) * রাজনৈতিক সংঘর্ষে নিহত ৩৩, আহত ৩৮৬৩ জন * মোট খুন ৬০৯, প্রতিদিন গড়ে ৭ জন * আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে মৃত্যু ২৯ * সড়ক দুর্ঘটনায় নিহত ৯৪৭ জন, আহত ৩৫২৯ জন * গত ৩ মাসে সারাদেশে ধর্ষণের শিকার হয় মোট ১২৪ জন। যার মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক গণধর্ষণের ঘটনা রয়েছে । • ২০১০ সালের ৩ মাসে সারাদেশে চুরি, ডাকাতি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে মোট ৩৯৭ টি। এসব ঘটনায় নিহত হয়েছে ৪৬ জন। আর আহত হয়েছে ৬০৫ জন।

• বছরের প্রথম ৩ মাসে বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফ কর্তৃক নিহত হয়েছে ৩১ জন। প্রায় ক্ষেত্রেই বিএসএফ তাদেরকে গুলি করে হত্যা করেছে। এছাড়া সীমান্তে বিএসএফের নির্যাতনে আহত হয়েছে ৬০ জনেরও বেশি। • গত ৩ মাসে দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক সংঘর্ষে নিহত হয়েছেন ৩৩ জন। আর আহত হয়েছেন ৩৮৬৩ জন।

প্রতিদিন গড়ে প্রায় ৪৩ জন আহত হয়েছেন। বেশিরভাগ ক্ষেত্রে ছাত্রলীগের গ্রুপিংয়ের কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে। * ৩ মাসে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে মৃত্যু হয়েছে ২৯ জনের। এর মধ্যে তথাকথিত বন্দুকযুদ্ধেই বেশিরভাগ নিহত হয়েছে। এছাড়া পুলিশ রিমান্ডেও ১ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.