আমাদের কথা খুঁজে নিন

   

যে বাসে বাদুড় ঝোলা হয়েও ক্লান্তি আসে না!!!

আমরত্বের প্রত্যাশা নেই , নেই কোন দাবি দাওয়া.....!

.এই লেখাটা যখন লিখছি তখন সিলেট থেকে অনেক দূরে!! রাজধানীর ঢাকায়! যান বাহন নিয়ে ত্যাক্ত বিরক্ত!! বিশেষ করে পাবলিক বাস!! লোকাল বাস! ঘামের গন্ধ!! চিল্লাচিল্লি!! যদিও এখন বাইকে চলি!! তারপরও মাঝে মাঝে বাসে উঠলেই ....!! কিন্তু দীর্ঘ দিন বাসে ঝুলেছি!! কোন ক্লান্তি আসে নাই! খারাপ লাগে নাই!! সেটা যে প্রিয় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের বাস!! যে বাসে বাদুড় ঝোলা হয়েও কেই ক্লন্ত হয়না। .. খুব মিস করি সেই জীবনটা!! খুব!! কত স্মৃতি এই বাসে চড়ে! কত ভালো লাগা এই বাসকে ঘিরে!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।