আমাদের কথা খুঁজে নিন

   

মানবতার ছড়া

সম্পাদনা করি আমিরাত-বাংলা মাসিক মুকুল। ভালবাসি মা, মাটি ও মানুষকে..

ডান দলের ঐ অমুক নেতা খান না নিজে তরকারি ঝুল খেয়ে তাই খিদে মেটান যা বলা আজ দরকারি। তরকারিটা হারাম বলে হুজুর আমার নারাজ যে ঝুল খেয়ে যে পরাণ ভরে চলছে এমন তা রাজ্যে। বামদলেতে মানবতা বক্তৃতা আর কবিতায় উনার ঘরে পায়না যে সুখ কাজের মেয়ে ববিতায়। সেদিন দেখি পেপারেতে করলো জীবন নষ্ট সে কেড়ে নিলো সুখের পাখি যা ছিল তার টসটসে। ডান নেতারা মিছিল ডাকে চায়নি বিচার ববিতায় বামরা বলে চুপ করো সব কাজটা এমন সবিচায়। ববিতারা পায়না বিচার বুক ভরে পায় কষ্ট যে অন্ধকারে কুড়াল মারে যাদের কথা পষ্ট যে। আর কতোযে চলবে এমন মানবতার নামে তে হয়নি তবু অদল-বদল ডান কিবা ঐ বামেতে। নিজের তরে মানবতা চাই যে সবার আগে যে মানুষ মানুষ সবাই আপন সবার বিবেক জাগে যে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।