আমাদের কথা খুঁজে নিন

   

মানবতার দুরবস্হা



মানবজাতি আজ একটি অতলান্ত খাদের প্রান্তদেশে এসে দারিয়েছে। বর্তমান কালের ধ্বংসলীলা তাকে সম্পুর্ণরুপে নিশ্চিহ্ন করে দিতে উদ্যত হয়েছে বলেই এ অবস্থার সৃষ্টি হয়নি। বরং া অবস্থাটা রোগের একটি লক্ষন মাত্র। প্রকৃত রোগ নয়। মানবজাতি আজ যে বিপদের সম্মুখীন তার মূল কারন হচ্ছে এই যে,তারা নিজেদের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য জীবনের যে মূল্যবোধ দরকার তা হারিয়ে ফেলেছে।

এমনকি পাশ্চাত্য জগতের কাছে তাদের আধ্যাতিক দউলিয়াপনা সুস্পষ্ট হয়ে পরেছে । সমাজতন্ত্র বিশ মিলয়ন মানুষের মহামুল্যবান জীবন হরন করে তার নিজ ভূমিতেই চিরসয্যায় শায়িত। পুজিবাদের নির্মম শোষনে নিস্পেষিত মানবতার চিৎকার আকাশ বাতাস ছাপিয়ে আল্লাহর আরশে প্রতিধ্বনিত হচ্ছে। বিজ্ঞানের চরম উৎকর্ষতা সত্যও পৃথিবীর কোটি কোটি বনিআদম গহহীন খাদ্যহীন উদ্বাস্তূ। এ অবস্থায় মানবতার মুক্তির জন্য একদল নীবেদিত প্রান চিন্তাশীল মানুষের প্রয়োজন।

যারা স্রষ্টা প্রদত্ত পন্হায় মনুষের মুক্তির জন্য নূতন নেতৃত্বের ভিত স্থাপন করবে আর এই নুতন নেতৃত্বের প্রত্রাশা নিয়েই ব্লগিং এর সুভ সূচনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।