আমাদের কথা খুঁজে নিন

   

মানবতার জয়গান

ভাষা সাহিত্য ধর্ম দর্শন বিজ্ঞান সমালোচনা "যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই দিতে হবে","ক-তে কাদের মোল্লা, তুই রাজাকার, তুই রাজাকার" "জয় বাংলা" নানা জ্বালাময়ী েশ্লাগান এ উত্তাল পুেরা বাংলােদশ। দেশের রাজনীতিবিদরা যে সাহস এবং নিষ্ঠার সহিত যুদ্ধাপরাধীদের ফাঁসি নিশ্চিত করতে পারেনি সেখানে আমরা তরুণ, তরুণীরা আবারো প্রমান করলাম আমরা ও পারি সে সাহস দেখিয়ে দিতে। আমাদের দু:খ আমাদের প্রিয় রাজনীতিবিদরা কি মুক্তিযুদ্ধ দেথেননি ? না তা কিন্তু নয়, তাদের অনেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ও করেছেন এবং আমরা তঁাদের কাছ থেকেই মুক্তিযুদ্ধ সম্পর্কে জেনেছি। তাহলে আজ কেন তারা যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবী তথা যুদ্ধাপরাধীদের বিচার প্রতিহত করতে চান ? আসলে আমাদের মনে হয় তারা ইচ্ছাকৃতভাবেই মুক্তিযুদ্ধ কে ভূলে যেতে চান। কিন্তু তঁারা ভূলে গেছেন যে তঁারা আমাদেরকে মুক্তিযুদ্ধ শিখিয়েছেন এবং আমরা আমাদের িচর গৌরব মুক্তিযুদ্ধ কে ভূলব না, আমরা আমাদের মাকে ভূলব না, আমাদের ভাষাকে ভূলব না।

এখনো যুদ্ধাপরাধীদের দল জামায়াত-শিবির হরতাল এর মতে ধংশাত্মক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে আমাদের মতামত হলো আমাদের প্রিয় রাজনীতিবিদদের ভূলের কারণেই এমনটা সম্ভব হয়েছে। নইলে তারা এমন সাহস কখোনই দেখাতে পারতো না। অনেকে মানবতার কথা বলে যুদ্ধাপরাধীদের বঁাচিয়ে দিতে চান, কিন্তু তঁাদের কাছে আমাদের প্রশ্ন হলো যুদ্ধাপরাধী, রাজাকাররা যখন আমাদের দেশের ৩০ লক্ষ প্রাণ হরণ করেছিল, আমাদের মা-বোনদের সম্ভ্রম কেড়ে নিয়োছল তখন তঁাদের সেই তথাকথিত মানবতা কোথায় ছিল ? আসলে তঁারা কোন সত্য কথা মানতে চান না, কিন্তু তঁাদের মনে রাখতে হবে তঁাদের এই কর্মকাণ্ড বাংলার মানুষ কখোনই ভূলবে না। তঁারা আস্তাকূরে নিক্ষিপ্ত হবে।

আর বর্তমান সরকারের প্রতি আমাদের দাবী তাঁরা যেন আইন সংশোধন করে উচ্চতর আদালতে আপীল করেন এবং আমাদের প্রাণের একদফা দাবী কাদের মোল্লার ফঁাসী নিশ্চিত করেন। সকল আন্দোলনরত ভাই বোনদের প্রতি অনুরোধ রইলো আমরা যেন সেসব ঘৃণ্য যুদ্ধাপরাধীদের দল জামায়াত-শিবির এর ষড়যণ্ত্র সম্পর্কে অত্যন্ত সজাগ থাকে এবং সুশৃঙ্খল ভাবে আমাদের আন্দোলন কে এগিয়ে নিই। কোন অপশক্তির কাছে আমরা মাথানত করবো না। জয় আমাদের সুনিশ্চিত। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।