আমাদের কথা খুঁজে নিন

   

ছাত্র ও শিক্ষক রাজনীতি অবিলম্বে নিষিদ্ধ করা হোক।

ইমানের পরীক্ষা হয় সংকট কালে। ইমানের পরীক্ষা দিতে প্রস্তুত থাকুন।

পপৃথিবীতে একটা সাধারণ নিয়ম‍, যা কাজ তাই করা উচিত। ছাত্রদের কাজ পড়াশোনা করা। শিক্ষকদের কাজ গবেষণা আর পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকা।

তারা কেউই তাদের কাজ ঠিক মতো করছেন না। ফলে বাংলাদেশে পড়াশোনার পরিবেশ গেছে চলে। কতিপয় ছাত্র নগদ কাচা টাকা কামানো আর ফাকি দিয়ে পাস করার জন্য ছাত্ররাজনীতি করে। সাধারণ ছাত্র সমাজের সাথে তাদের কোন সম্পর্ক নাই। আবাসিক হলগুলোতে সিট পাবার জন্য সাধারণ ছাত্ররা বাধ্য হয়ে মিছিলে যায়।

নইলে ছাত্রনেতারা তাদেরকে হলের সিট কেড়ে নিতে পারে। ঢাকার ইডেন কলেজের হলে তো সিট পেতে চাইলে মিছিল যথেষ্ট নয়। সাথে সাথে নগদ অর্ধলক্ষ টাকা দিতে হয় ছাত্রী নেতীদেরকে। দেশের বেশীর ভাগ মানুষ মনে প্রাণে ছাত্র রাজনীতি চায় না। বর্তমানে ছাত্র রাজনীতি পচে গেচে।

একটা দোহাই দেয়া হয় যে অতীতে ছাত্ররাজনীতি অনেক ভাল ছিল। ভাল কাজ করেছে। এটা হয় তা বা সত্যি। কিন্তু বর্তমানে মাস্তানী ছাড়া কিছু হচ্চে না। শিক্ষকরা রাজনীতি জড়ানোর পর শিক্ষা আচলে পচা দের হাতের পণ্য হয়ে গেছে।

ভিসি, প্রো-ভিসি, নানান পদ, রাষ্ট্রদূত, আজে বাজে আরো অনেক পদ পাবার জন্য শিক্ষকরাও মরিয়া হয়ে যায়। পারলে দলীয় নেতা-নেত্রীদের জুতা বহন করতে যেন রাজী তারা। অনেক শিক্ষক আছেন তারা তাদের দলের ছাত্র নেতাদের পরীক্ষার প্রশ্নপত্র আগেই দিয়ে দেন। বেশী নম্বর দেন। শিক্ষক নিয়োগের সময় সুবিধা দেন।

ফলে শিক্ষকরা আর আগের মতো শ্রদ্ধা পান না, পেতে পারেন না। যদি দেশকে কেউ ভালবাসে তাহলে তার উচিত ছাত্র ও শিক্ষক রাজনীতি অবিলম্বে নিষিদ্ধ করার দাবি জানানো। কারণ দেশে বাঁচাতে চাইলে এর কোন বিকল্প নেই। ছাত্র ও শিক্ষক রাজনীতি অবিলম্বে নিষিদ্ধ করা হোক।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.