আমাদের কথা খুঁজে নিন

   

তিশা ফারুকির বিয়ের স্বদেশী কেনাকাটা

সবুজের বুকে লাল, থাকবে চিরকাল

বাংলাভিশনে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক ‘চন্দ্রবিন্দু’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাসুদ সেজান। একই চ্যানেলে দুপুরে দেখানো হবে টেলিছবি ‘চিরকুট’। এটি লিখেছেন দেওয়ান শামসুর রকিব, পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। দুটিতেই অভিনয় করছেন তিশা।

গত সপ্তাহে চ্যানেল আইতে শুরু হলো তিশা অভিনীত ধারাবাহিক নাটক ‘মুকিম ব্রাদার্স’। মুঠোফোনে তিশার সঙ্গে যখন কথা হলো তখন তিনি সিঙ্গাপুর বিমানবন্দরে। কোথায় যাচ্ছেন? যুক্তরাষ্ট্রে। সিঙ্গাপুরে কিছুক্ষণের জন্য যাত্রাবিরতি হয়েছে। এই সুযোগে কথা বলতে পারছি।

ওখানে ফোবানা সম্মেলনে যোগ দিতে যাচ্ছি। ৭ তারিখ ফিরব। বিয়ের আগে দেশের বাইরে যাচ্ছেন। বিয়ের কেনাকাটাও সেখান থেকেই করবেন নাকি? না, না। বিয়ের কেনাকাটা আমরা সবকিছু এ দেশ থেকে করছি।

মোস্তফা সরয়ার ফারুকী এবং আমি একবার ভেবেছিলাম কেনাকাটার পুরোটাই বিদেশ থেকে করব। পরে ভাবলাম, এটা আমাদের দেশের মানুষের কাছে একটা খারাপ উদাহরণ হয়ে থাকবে। সবকিছুতেই বিদেশমুখী মনোভাব দেশের জন্য খারাপ। আমাদের পণ্য আমরা গর্বের সঙ্গেই কিনব এবং ব্যবহার করব। তাহলেই কেবল জাতি হিসেবে আমরা দাঁড়াতে পারব।

শুধু বিয়েই নয়, আমাদের বাসার জিনিসপত্রের সবই এ দেশ থেকে কেনা হয়েছে। নিজেরাও কিছু নকশা করে এখান থেকে বানিয়েছি। যতটুকু পেরেছি, দেশীয় জিনিস ব্যবহার করেছি। বিয়ের পোশাক নিয়ে কী ভেবেছেন? বিয়েতে আমার পোশাকের নকশা করছেন মাহিন খান। ফারুকীর ধারণা, শেরওয়ানিতে তাঁকে নাকি জোকারের মতো লাগবে।

তাই সে স্যুট পরতে চাইছে। আমি নিশ্চিত না, স্যুট ওকে জোকার হওয়ার হাত থেকে বাঁচাতে পারবে কি না। ওর আদর্শ পোশাক হলো হাফপ্যান্ট, টি-শার্ট আর গামছা। তবে ওর বিয়ের পোশাক তৈরি করছে ‘ও টু’। বিয়ের অনুষ্ঠান কেমন হবে? বাঙালি বিয়েতে খাবার ছাড়া অন্য কিছু থাকে না।

আমরা চেষ্টা করছি, অতিথিদের আনন্দ করার কিছু উপলক্ষ তৈরি করে দিতে। কিছু মজার ব্যাপার থাকবে, গান থাকবে। এ ব্যাপারে আমাদের সহযোগিতা করছে গ্রের শাওন ও তাঁর দল। গত সপ্তাহ থেকে টিভিতে আপনার অভিনীত ‘মুকিম ব্রাদার্স’ ধারাবাহিকটি দেখানো হচ্ছে। এটা খুবই ভালো একটা ধারাবাহিক।

অনেক যত্ন নিয়ে নিপুণ কাজটা করেছেন। আমি নিশ্চিত, এটি দর্শকদের পছন্দের একটা ধারাবাহিক হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.