আমাদের কথা খুঁজে নিন

   

কোরবানির পর সরকার পতন কর্মসূচি : ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঈদুল আজহার পর ঢাকার মহাসমাবেশ থেকে সরকার পতনে কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানতে সরকারকে বাধ্য করতেই ওই মহাসমাবেশ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করবেন তিনি। গতকাল সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর বিএনপির নেতা-কর্মীদের নিয়ে যৌথ সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার মানতে সরকারকে বাধ্য করতে ১৮ দলীয় জোটের আন্দোলন শুরু হয়ে গেছে। এ আন্দোলন সফল করতে এবং তৃণমূলের মানুষের সঙ্গে বিএনপির সম্পৃক্ততা বাড়াতে আজকের এ সভা। তিনি বলেন, নির্দলীয় সরকারের দাবিতে আমরা আন্দোলনে আছি। এই লক্ষ্যে রাজধানীসহ সারা দেশের থানা ও মাঠপর্যায়ে কর্মিসভা হবে। এরপর আগামী কোরবানি ঈদ শেষে ঢাকায় মহাসমাবেশ করে বিরোধীদলীয় নেতা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন। আন্দোলনের অংশ হিসেবে আগামী ৩১ আগস্টের মধ্যে ঢাকা মহানগরের ১৫টি স্থানে কর্মিসভা করবে বিএনপি। এরপর ঢাকা মহানগরীর ৪৯টি থানা ও ১০০টি ওয়ার্ডে ১৮ দল কর্মিসভা করবে।

নয়াপল্টনের এই যৌথ সভায় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মহানগর আহ্বায়ক সাদেক হোসেন খোকা, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, মহানগর সদস্য সচিব আবুদস সালাম, যুগ্ম আহ্বায়ক মো. সাহাবুদ্দিন, এস এ খালেক, কাজী আবুল বাশার, আবদুল মজিদ, এম এ কাইয়ুম, বজলুল বাসিত আনজু, মেহেরুন্নেসা, রাজিয়া আলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.