আমাদের কথা খুঁজে নিন

   

ব্যথার ক্রন্দন

আমি একজন খারপ হলেও ভাল মানুষ.........

হৃদয়ের গহীন থেকে আজ ধনিত হচ্ছে ব্যথার ক্রন্দন শুনবার ইচ্ছায় বিসর্জন দিয়াছি আমি, হৃদয় নিংড়ানো ব্যথা অনুভবের ক্ষমতা। দূরের আকাশের মত তাকে বিশালতার মাঝে বিলীন করেছি জানি,এ চিন্তা তব ভাবের নয় মোহের মোহে আমি আজ শুনেছি অম্বরে মৃদঙ্গের শব্দ। শশীকে তব নির্ঝরীনি করেছে ধারন কল্লোলের বহমানিত ছন্দে, তেমনি আমি করেছি বহন বেদনার নীল ক্রন্দন, বেদন থেকে ফুলের সৌরভ চিনেছি তাকে তোমার চোখের বিশালতার মাঝে। দিয়াছি সুরভী শুভ্রতার কাছে বিরোহীনি বধু আজি অলকার অলিন্দে ক্রন্দনের হিল্লোল তুলে বিশালতাকে করেছে আপনার, বলবো তারে, সুক্ষ ব্যথার নন্দিত থেকে নিন্দিত বেদন।।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।