আমাদের কথা খুঁজে নিন

   

ব্যথার আবাদ

চোখ বন্ধ করলেই আজো দেখি একটা তুলসী বেদী
রক্ত জবা র গাছ,
এক মন্দির- যেন গড়া পৃথিবীর ও আগে
সেখানে এক দেবী থাকে,
যার আলতা রাঙ্গা পা আমার উঠান জুড়ে আঁকা আলপনায় মূর্ত হয়েছিলো এক প্রশন্ন প্রাতে।
যাকে প্রথাগতভাবে আমি করিনি সম্ভাষণ,
যার চলার শব্দ আমি শুনতে পাইনি,
সেদিন সব টুকু শ্রবণইন্দ্রিয় ফেলে হয়েছিলাম বধির
উঠোনের রক্তাভ ছাপ ভেবেছি নিছক আলপনা,
যার বাড়িয়ে দেওয়া হাত আমি দেখিনি
জড়িয়েছিলাম ভুল শরীর,
পড়ে ছিলাম পাথরের প্রার্থনালয়ে
ভন্ডদের মঠে,
সেই ভীষণ অভিশাপে
চোখ বন্ধ করলেই আজো দেখি,
আজো দেখি, একটা তুলসী বেদী,
রক্ত জবা র গাছ,
এক মন্দির বুকের ভেতর....
এই ভাবেই করেছি এ ব্যথা আবাদ,
যেমন করে মানুষ ভুলে প্রেম হারাবার পর, সারাটি জীবন।

সোর্স: http://prothom-aloblog.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।