আমাদের কথা খুঁজে নিন

   

কালো মেঘে...কালো চোখে জল


তোমার চোখ দুটো কথা বলে উঠলো হঠাৎ নেমে এল ঝরণা জানালায় কালো মেঘ করলো ভিড় আমি একা একা ভেবে অস্থির। বৃষ্টির জলে মেশে চোখের জল টুপটাপ পড়ে জল,নীরব কান্না ভালোবাসা অকারন, বৃষ্টির জলে ভিজে একাকার নীরবতা মেঘমালা বৃষ্টিতে মেতেছি, ভালবাসায় কান্নার সৃষ্টিতে। যদি বৃষ্টি এসে মনে কষ্ট ছড়ায়, বৃষ্টিই ভালো মনে পড়ে তোমার মুখ, আধাঁরে রাখিনি আলো কষ্টে আছি, তবু বলিনি...বৃষ্টিতে মিশেছে চোখের জলও দেখো কতো সুখে আছি... সুখেই আছি, আছি কিনা বলো? দুহাতে জড়িয়ে গলা. ঠোঁটে রেখে ঠোঁট, চোখ দুটো বন্ধ, হোক কথা হোক বাহুতে জড়িয়ে দেহ, কথা কি কহে কেহ? এভাবেই যেনো কথা হয় বলা, এভাবেই পথ যেনো হয় চলা। কা
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.