আমাদের কথা খুঁজে নিন

   

মুখোমুখি হচ্ছে স্পেন-পর্তুগাল



আজ মুখোমুখি হচ্ছে স্পেন-পর্তুগাল। বাংলাদেশ সময় রাত ১২:৩০ মিনিটে শুরু হবে খেলা। এবারের টুর্নামেন্টে সবচেয়ে বড় ফেবারিট স্পেন। সবাই আশা করছে স্পেন জিতবে। তবে পর্তুগালও কিন্তু হেলাফেলা করার মতো দল নয়।

এ পর্যন্ত স্পেনের যা পরফর্মেন্স তাতে স্পেনকে এগিয়ে রাখা যায় কি না তা নিয়েও সন্দেহ আছে। পর্তুগাল গ্রিপে রানার্সআপ হয়ে ২য় রাউন্ডে উঠলেও তারা কিন্তু এ পর্যন্ত কোন ম্যাচ হারেনি। তাছাড়া এখনকার পর্তুগাল অনেক রক্ষনাত্মক খেলতে পারে। স্পেন আবার ডিফেন্সিভ টিমের সাথে ভালো খেলতে পারেনা। সুইজারল্যান্ডের সাথে খেলা যার প্রমান।

তবে চিলি-স্পেন ম্যাচটি দেখ অবাক হয়েছি। চিলি অনেকগুলো গোলের সুযোগ নস্ট করেছে ঠিকই, চিলি একটু দেখে খেললেই জিততে না পরুক অন্তত হার এড়াতে পারত, কিন্তু অবাক হয়েছি স্পেনকে দেখে। একটা দল কি করে এত ভালো ভাবে বলের দখল রাখতে পারে সেটি দেখে। কিন্তু দুঃখ যে স্পেনের গোল দেবার ক্ষমতা কম। আমার কেন যেন মনে হচ্ছে এবারের টুর্নামেন্টে সবখেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হওয়া ক্রিস্টিয়ানো রোনাল্ডোর কাছে স্পেন হেরে যেতে পারে।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।