আমাদের কথা খুঁজে নিন

   

ও নারী তোর চলন বাকাঁ...........................



নারীর চলন বাকাঁ নিয়া লিখার পূর্বে ক্ষমা চাহিয়া লই ঐ সকল নারীগণের নিকট হইতে যাহারা এ লিখার আওতামুক্ত, যাহাদের চলন বাকাঁ নহে। আজকাল নারীর চলন বাকাঁ অতি মাত্রায় বৃদ্ধি ঘটিয়াছে। সব দোষ কেবলই নন্দ ঘোষের। পোলাপাইন ফ্যাঁল-ফ্যাঁল করিয়া তাকালেই যত দোষ! তাহারা (চলন বাকাঁ নারীগণ) যখন তখন সাজঁগোজ করিয়া রাস্তা-ঘাটে যত্রতত্র ফ্যাশেন শোর রির্হেসাল করিতেছে, বিনা পয়সায় ঐ সেলিব্রিটি শো দেখিয়া পোলাপাইনের সে কি আনন্দ! আজকাল রাজধানী ঢাকার সহিত নিউইয়র্ক শহরের তেমন কোন পার্থক্য নাই বলিলেই চলে, আল্ট্রা মাডার্ন নারীর বাহারী চাল-চলন অবলোকন করিতে গিয়া কত রোমিও যে উন্মুক্ত ম্যানহোলে পড়িয়াছে তার সঠিক পরিসংখ্যান নাই। এ দূর্ঘটনার দায়ভার ঐসকল নারী গণের বইতে হইবে যাহাদের চলন বাকাঁ।

নারী সকল আজকাল ওড়নাকে শাড়ির আচঁল মনে করিয়া তা পিছনে ঝুলাইয়া কী সুখ য়ে লয়, তাহা আমার বোধগম্য নহে! পোলাপাইনের অভিনব ইভটিজিং পন্থা দেখিলাম পত্রিকার পাতায়, আজকাল পোলাপাইনের মাথায় যতসব ডিজিটাল বুদ্ধির উদ্ভব ঘটিতেছে। বোরকা পড়িয়া নারীর বেষভূষা ধরিয়া নারী সকলকে অস্বস্তির পরশ বোলাইবার লাগি তার কত যে অভিনব প্রচেষ্ঠা! ইভটিজিং পাগল পোলাপাইনগো রুখিবে কাহারা, বড়ই দুশ্চিন্তায় কাঁটিতেছে আজকাল, তবুও কি সোঁজা হইবে না নারীর বাকাঁ চলন। অতি সম্প্রতি আমার এক কাজিনের ফোন ধরিয়া আতঁকে উঠিলাম, তাহারে একলা পাইয়া পাড়ার রোমিওরা ভীষণভাবে খেঁপাইতে খেঁপাইতে অস্থির করিয়া তুলিতেছে। অশ্লীল-অশ্রাব্য বাক্য শ্রবণে তাহার কর্ণ নাকি জ্বলিয়া যাইতেছে। দ্রৃত উপস্থিত হইলাম তথায়, একি! কাজিনের পপ গায়িকা শাকিরা স্টাইল দেখিয়া আমার মাথাও যে ঘুরপাক খাইবার লাগিলো।

তার চাল-চলন দেখিয়া আমার মনে হইলো-"পপ স্টার শাকিরা ওয়াকা ওয়াকা গানের সূরে সূরে নাচিতেছে। " রোমিওদের সহিত সেকি তুমুল হট্টগোল বাধিয়া গেল। উপস্থিত এক রোমিও মন্তব্য করিয়া বসিলো যে, "তোর ডার্লিংকে কন্ট্রোল করিতে পার নাই এখন নায়ক হইবার সাঁধ জাগিছে!" সর্বশেষে আমার নাকটাই রোমিওদের টার্গেটের বস্তুতে পরিণত হইয়াছিল। এই মহা হট্টগোলের পরপরই কাজিন তাহার বাকাঁ চাল-চলন সোঁজা করিবার জন্য ওয়াদাবদ্ধ হইয়াছিল। ইভটিজিং ব্যাধি সমাজে বিষ্ফোরণ ঘটাইবার পূর্বেই তাহার উপকরণসমূহ ক্রমশই বিলুপ্ত ঘটাইতে ব্যর্থ হইলে সকল পোলাপাইনের মধ্যে ইভটিজিং প্রবণতা অতি মাত্রায় বৃদ্ধি ঘটিবে তাহাতে কোন সন্দেহ নাই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.