আমাদের কথা খুঁজে নিন

   

আর্জেন্টিনা vs গ্রীস

আমার দিনটি আমাকেই খুঁজে নিতে হবে...

গতকাল রাতে খেলা দেখলাম। সবকিছুর আগে বলে নেই আমি ব্রাজিলের সাপোর্টার। তবে ভালো খেলা পচ্ছন্দ করি, এবং দেখি। যাইহোক, গতকাল রাতের খেলার কথা বলি। খেলা ৮০ মিনিটের আগ পর্যন্ত কেমন জানি অগোছালো হয়েছে।

আমি ল্যাটিন আমেরিকার খেলা অনেকই পচ্ছন্দ করি। তাদের আলাদা একটা স্টাইল আছে বল নিয়ে ঘোরাফেরা করার। তবে কেউ কেউ আর্জেন্টিনা আর ব্রাজিল কে তুলনা করে তাদের খেলা নিয়ে। এখানে ছোট্ট করে একটু বলি যে আমার চোখে এই দুই টিমের খেলার স্ট্রটিজি অনেক ভিন্ন, এছাড়া তেমন কোন বড় পার্থ্যক্য আমি দেখিনা। এখন গতকালের খেলায় আসি।

আর্জেন্টিনা তাদের দ্বিতীয় খেলা বেশ ভাল খেলেছে। সেরকম খেলা খুবই প্রয়োজন ছিল, নাহলে প্রথম খেলার মত খেললে হয়তো ওদের পরের রাউন্ডে টিকে থাকা কঠিন হয়ে যেত, কিন্তু ওরা ঘুরে দাড়িয়েছে, খুবই ভালো ভাবে। তাই ভেবেছিলাম গ্রীসের সাথে খেলাটা জমবে। তবে ওই যে বললাম ৮০ মিনিটের আগ পর্যন্ত খেলা তেমন ভাল হইনি, যতটা না আর্জেন্টাইনরা খেলতে পারে। হ্যা খেলার শেষটা দেখলে মনে হতে পারে তারা খুব ভাল ভাবেই গ্রীসকে হারিয়েছে, তবে পুরো খেলাটা দেখে মনে হয়েছে কিছু স্ট্রাটিজি নিযে প্রবলেম আছে।

মেসি পুরো টিমটাকে ধরে রেখেছে, সে আমার অনেক পচ্ছন্দের একটা প্লেয়ার, এবং কেন নয়? তবে আমার মনে হয় আর্জেন্টাইনদের সামনে অনেক কঠিন একটা ম্যাচ আছে, মেস্কিকোর সাথে। আমার মনে হয় আরএকটু aggressive না খেললে দুর্ঘটনা ঘটে যেতে পারে। কারন ওদের defense তেমন শক্ত না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.