আমাদের কথা খুঁজে নিন

   

আমি ইন-জানোয়ার !!!

তুমি জেনেছিলে মানুষে মানুষে হাত ছুঁয়ে বলে বন্ধু; তুমি জেনেছিলে মানুষে মানুষে মুখোমুখি এসে দাঁড়ায়, হাসি বিনিময় করে চলে যায় উত্তরে দক্ষিণে; তুমি যেই এসে দাঁড়ালে - কেউ চিনলো না, কেউ দেখলো না; সবাই সবার অচেনা।

আজ অসাধারণ অভিজ্ঞতার আরেকটা দিন কাটালাম !!! আমাদের দেশের শিক্ষাব্যবস্থার যে চরম দুরবস্থা তার আরেক অসাধারণ উদাহরণ পেলাম! আমি যেহেতু কুয়েটে পড়ি সেহেতু ইঞ্জিনিয়ার নামক ইন-জানোয়ার তৈরীর মহান দৃষ্টান্তের সাথে আমি আগেই পরিচিত ... পার্থক্য এই যে আজ মহান শিক্ষক চোখে আঙুল দিয়ে তা দেখালেন !!! ড্রইং জমা দেয়াই উচিত্ আমাদের প্রধান লক্ষ্য ... তা পিন মেরেই হোক আর ছাপ দিয়েই হোক !!! কতজন ছাত্র আসলে শিখলো তা-র কোনো বালাই নাই ... অবশেষে যা হয় তা-ই , আমার এবং আরো কিছু ছাত্রের এই নৈতিক(!) উপায় অবলম্বনের ব্যর্থতায় ক্লাস হতে পেলাম এক নৈতিক অর্ধচন্দ্র (!) ..... ব্যাপার না স্যার , আমরা অতিশীঘ্রই নীতির রাস্তা চিনে নিবো ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.