আমাদের কথা খুঁজে নিন

   

জানোয়ার এর পরিমান বেড়ে গেছে দেশে

রাজধানীতে ছাত্রী নিপীড়নের অভিযোগে শিক্ষক আটকঃ কথা হয় তখন ই যখন ঘটনা জানাজানি হয়। এর বাইরে ও তো প্রতিনিয়ত ই এমন ঘটনা ঘটে যাচ্ছে। চিন্তার রেখা টা তখন ই বেশী হয়ে যায় যখন এর পিছনের মানুষ টি এক জন শিক্ষক। শিক্ষক তো বাবার মত । কিন্তু কিছু অমানুষ এর জন্য আজ শিক্ষক তার সম্মান আর বিশ্বাস টা হারাচ্ছে।

একের পর এক শিক্ষক দ্বারা ছাত্রী লাঞ্ছনার অভিযোগে জর্জরিত এই সমাজ। মা বাবা বিশ্বাস করে শিক্ষক এর কাছে সন্তান কে পাঠায় কিন্তু সে খানে নিরাপদ না তার সন্তান। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় ছেলে দের কে রাতে মাদ্রাসা হোস্টেলে থাকা লাগে অনেক কাহিনী লোক মুখে শুনি ,সেই সব ছেলে গুলা মাদ্রাসা শিক্ষক এর দ্বারা বলৎকার হয়েছে। ভয়ে মুখ খুলতে পারে না। চাই না পড়াশুনা।

যে পড়াশুনা করতে গিয়ে ইজ্জত হারাতে হবে। নিরাপদে ঘরে ফিরতে পারব না , এমন যায়গায় যেতে চাই না যেই যায়গা থেকে নিরাপদে ঘরে ফিরতে পারবে না। যখন ই শিক্ষক এর হাতে ছাত্রী লাঞ্ছনার কথা উঠে সবার আগে ই পরিমল এর কথা মনে পড়ে । আজ ও তার কোনো সুরাহা হয় নাই। জেলের ভাত খাইয়া দেশের সম্পদ নস্ট করার ও অধিকার নাই তার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.