আমাদের কথা খুঁজে নিন

   

এলোমেলো ভাবনাগুলো...



আকাশটা মেঘাচ্ছন্ন। ভীষণ জোরে বাতাস বইছে। বৃষ্টি হবে বোধহয়য়,একা একা বসে থাকতে ভীষন অস্বস্তি লাগছিলো। মাথাও ধরেছে খুব। ছাদে গেলাম।

দমকা বাতাসে আশেপাশের গাছপালা গুলো নুয়ে পরেছে, মনে হচ্ছে যেন কোন অন্যায়ের ক্ষমা চাইতে সৃষ্টিকর্তার কাছে মাথা নুয়াচ্ছে ওরা। খন্ড খন্ড সাদা মেঘ এদিক সেদিক ছুটে বেড়াচ্ছে। বাতাসে আমার চুল উড়ছে। প্রকৃতির এই অবারিত সৌন্দর্যে আমি মুগ্ধ হয়ে গেলাম,এক আশ্চর্য অনুভুতিতে ছেয়ে গেল মন। এইরকম আমি র কখনো অনুভব করিনি, যেন কোন ট্রেন miss হয়ে যাচ্ছে আর আমি তার পেছন পেছন ছুটছি, যেন কোন মধুর স্মৃতি আমার মস্তিষ্ক থেকে মুছে যাচ্ছে আর আমি তা হাতড়ে বেড়াচ্ছি।

কি আশ্চর্য!!!!!!! কিছু কিছু সম্পর্ক খুব সহজ, খুব সাধারন। কিন্তু তাদের নষ্ট হয়ে যাওয়ার ক্ষতটা খুব গভীর। কেন এমন হয়?? কেন এত সহজেই সব কিছু শেষ হয়ে যায়???কেন নিজেকে মাঝে মাঝে এত অচেনা মনে হয়???


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।