আমাদের কথা খুঁজে নিন

   

অভিনব ফতোয়া নিয়ে সৌদি আরবে তোলপাড় !



সৌদি মেয়েদের অনাত্মীয় পুরুষদের বুকের দুধ খেতে দেওয়ার পরামর্শ দিয়ে ফতোয়া দিয়েছেন সৌদি রয়্যাল কোর্টের উপদেষ্টা এবং আইন ও বিচার মন্ত্রণালয়ের পরামর্শক শেখ আল ওবেইকান । টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি বলেছেন, যে মেয়েরা নিয়মিত অনাত্মীয় পুরুষের সংস্পর্শে আসেন তাদের উচিৎ ওইসব পুরুষদের তাদের বুকের দুধ খেতে দেওয়া। এতে এই পুরুষদের সঙ্গে তাদের আত্মীয়তার সম্পর্ক তৈরি হবে। তিনি অবশ্য বলেছেন, পুরষরা ওই দুধ পান করবেন ঠিকই, তবে সরাসরি মেয়েদের স্তন থেকে নয়। আল ওবেইকান বলেছেন, সংস্পর্শে আসা মেয়েটির দুধ পান করার মাধ্যমে তারা পরষ্পর আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হলে অনাত্মীয় নারী-পুরুষের মেলামেশায় ইসলামের যে কঠোর বিধি নিষেধ রয়েছে তা লংঘনের দায় থেকে তারা মুক্ত হবেন।

সৌদি রাজকীয় আদালতের উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ ব্যক্তির এই ধরনের ফতোয় জারির পর বিষয়টি নিয়ে খোদ সৌদি আরবেই তুমুল বিতর্ক তৈরি হয়েছে। গত প্রায় এক সপ্তাহ ধরে সৌদি আরবের প্রধান প্রধান মিডিয়াসহ মধ্যপ্রাচ্যের মিডিয়াগুলোর শীর্ষ শিরোনাম হিসেবে এই বিষয়টিই প্রাধান্য পাচ্ছে। ইসলামের ওয়াহাবি মতাদর্শে বিশ্বাসী সৌদি আইনে অনাত্মীয় নারী-পুরুষের মেলামেশা কঠোরভাবে নিষিদ্ধ। তবে সাম্প্রতিক সময়ে প্রাচীনপন্থীদের সঙ্গে আধুনিক ও প্রগতিশীল চিন্তাভাবনার নাগরিকদের এক ধরনের চাপা দ্বন্দ্ব তৈরি হয়েছে বলে মিডিয়ার খবরে প্রকাশ পেয়েছে। এই ফতোয়াকেও ওই দ্বন্দ্বের প্রকাশ বলেও অনেকে মন্তব্য করেছেন।

রাজকীয় আদালতের উপদেষ্ট কেন মেয়েদের বুকের দুধ খেতে দেওয়ার পরামর্শ দিয়ে ফতোয়া জারি করেন তা নিয়ে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা কেউ দেন নি। তবে এ নিয়ে বিতর্কে সৌদি মিডয়াগুলোতে যে বিষয়গুলো স্থান পাচ্ছে তার মধ্যে একটি হচ্ছে, বুকের দুধপানকারীর সঙ্গে কোনো নারীর যৌন সম্পর্ক ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। অনাত্মীয় সকল পুরুষদের বুকের দুধ খাইয়ে দিলে তাদের সঙ্গে কোনো ধরনের যৌন সম্পর্ক থেকে নারী পুরুষ উভয়েই বিরত থাকবে- এমনভাবনা থেকেই এই ফতোয়ার উদ্ভব হয়েছে বলে অনেকে মনে করছেন। শেখ আল ওবেইকানও তাঁর ফতোয়ায় বলেছেন, পুরুষদের বুকের দুধ খেতে দিলে তাদের সঙ্গে মাতৃত্বের সম্পর্ক তৈরি হবে। সূত্র: নতুনদেশ ডটক Click This Link


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।