আমাদের কথা খুঁজে নিন

   

অঝোর জলের শব্দে



আষাঢ় এসেছে ঠিক আষাঢ়ের মতোই আহা, বৃষ্টি! বৃষ্টি! বৃষ্টি! অঝোর জলের শব্দে বৃক্ষগুলো ভিজে যাচ্ছে ভিজে যাচ্ছে দেখো কাকেরা ভিজছে ঠিক-আহ্লাদে ডানা ঝাড়ছে ডানা ঝাড়ছে শুধু। স্মৃতিতে জাম্বুরা-বল, বৃষ্টি-জল কাদা মাখামাখি জারুল ফুটেছে খুব, কদমের শাখা ফুলে নুয়ে আছে। টিন-চাল ডম্বরু বাজায় নদী স্রোতোবাহী আহা, বৃষ্টি! প্রবল শান্তির মতো বয়ে চলো তুমি। আহা বৃষ্টি! আহা বৃষ্টি! "আষঢ়স্য প্রথম দিবসে" খুব স্নিগ্ধ স্মৃতিভারাতুরা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।