আমাদের কথা খুঁজে নিন

   

শান্তি যেন পাই অঝোর কান্নার জলে!/ শাফিক আফতাব

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। ভালো আছি, সুখে আছি, তিনবেলা পেটপুরে খাই আলিশান ফ্ল্যাটে ঘুমাই রাতের নরম ডিম আলোর ভেতর কোমল বাজনা আর প্রেয়সীর গোলাপী শরীরের ঘ্রাণ সাত সমুদ্র আর তেরনদীর ওপার থেকে নিয়ে আসে সুরার সুধা, বিমোহিত এই আমি অভিজাত জীবনে বাড়ি, গাড়ী আর নয়নপ্লুত নারীর আন্তরিক শুশ্রূষায় ক্রমশ পরিপুষ্ট হই বেয়ারা, দারোয়ান, বডিগার্ড আর অফিসের অর্ধস্তনের সেবায় সুখের দিন যায় এখন অথচ এই আমি যখন নির্জন কামরায় একা থাকি কষ্টের কথা মনে হয়, দুচোখ বহমান প্রপাত হয়ে যায়, একটি টাকার জন্য কত হাড়ভাঙা খাঁটুনি মানুষের ধিক্কার, বিরুদ্ধবাসীদের টিটকার আজ পুরানো দিনগুলো মনে হলে নিঃশব্দে শিশির ঝরে ফুঁপিয়ে উঠি আবেগের বাঁধ ভেঙে প্লাবিত হই তবু কত শান্তি যেন পাই অঝোর কান্নার জলে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.