আমাদের কথা খুঁজে নিন

   

আগষ্ট মাসে প্রকাশিত হচ্ছে শাশ্বতিকী ও ধমনির বিশেষ সংখ্যা



আগষ্ট মাসে প্রকাশিত হচ্ছে শাশ্বতিকী ও ধমনির বিশেষ সংখ্যা শাশ্বতিকী : অনুবাদ সংখ্যা (৬ষ্ঠ সংখ্যা) নাটক সংখ্যার পর শাশ্বতিকী প্রকাশ করতে যাচ্ছে অনুবাদ সংখ্যা। এই সংখ্যাই থাকছে অনুবাদ (বিশ্বের বিভিন্ন ভাষার প্রবন্ধ, গল্প, কবিতা, নাটক, সাক্ষাৎকার, পত্র, বই আলোচনার অনুবাদ থাকছে, থাকছে অনুবাদের থিওরি অনুবাদ বিষয়ক মুক্তগদ্য) ও অনুবাদের পাশাপাশি শাশ্বতিকীর নিয়োমিত আয়োজন—দর্শন, চলচ্চিত্র, মুক্তিযুদ্ধ বিষয়ক লেখা ও চিত্রকলা, বই ও সাহিত্য কাগজ আলোচনা ও চিঠিপত্র। লেখা পাঠান উপরের যে কোন বিভাগে (২০ জুলাই, ২০১০ এর মধ্যে) লেখা পাঠানোর ঠিকানা : মোল্লা ভবন (রুম নং – ৫২২/১৩২) সাহেব বাজার, রাজশাহী Email : ও Mob 01717-513023 বি: দ্র: শাশ্বতিকীর ফেব্রুয়ারি সংখ্যা হবে লোক সাহিত্য বিষয়ক ধমনি : গল্প সংখ্যা আব্দুল মান্নান স্বপনের সম্পাদনায় কিশোরগঞ্জ থেকে নিয়োমিত দুই মাস পর পর প্রকাশিত হয়ে আসছে ধমনি। ধমনির এবারের সংখ্যা হবে গল্প বিষয়ক। এ সংখ্যায় থাকবে গল্প ও গল্প বিষয়ক প্রবন্ধ। পাঠিয়ে দিন গল্প ও গল্প বিষয়ক প্রবন্ধ লেখা পাঠানোর ঠিকানা : নীলিমা, পশ্চিম মথুরাপুর, বাজিতপুর কিশোরগঞ্জ। Email : Mob : 01710-675569

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।